Vodafone Idea আনল ৯৮, ১৯৫ ও ৩১৯ টাকার নতুন প্ল্যান, ৩১ দিন পর্যন্ত ভ্যালিডিটি সহ রোজ ২ জিবি ডেটার সুবিধা
প্রিপেইড গ্রাহকদের জন্য পুরো মাসের ভ্যালিডিটি সম্পন্ন নতুন দুটি রিচার্জ প্ল্যান লঞ্চ করল দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর ভোডাফোন আইডিয়া বা ভিআই (Vi)। ১৯৫ এবং ৩১৯ টাকা মূল্যে আগত এই প্রিপেইড প্ল্যান দুটি বেছে নিলে Vi গ্রাহকরা ৩১ দিনের ভ্যালিডিটিতে চিত্তাকর্ষক পরিষেবা ব্যবহারের ফায়দা লুটতে পারবেন। তাছাড়া কয়েকটি নির্বাচিত সার্কেলভুক্ত গ্রাহকদের জন্য Vi ৯৮ টাকার আরো এক প্রিপেইড রিচার্জ প্ল্যান বাজারে এনেছে। অপেক্ষাকৃত কম খরচে পরিষেবা ব্যবহারে আগ্রহী হলে Vi ব্যবহারকারীরা উক্ত ৯৮ টাকার প্ল্যান রিচার্জ করতে পারেন।
১৯৫ ও ৩১৯ টাকার নতুন Vi প্ল্যানদ্বয়ের সুবিধা
ভিআই (Vi) -এর নতুন প্ল্যানদুটির সাথে গ্রাহকেরা পুরো ৩১ দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন। তবে বাকি সুবিধার কথা বলতে গেলে এদের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। যেমন ১৯৫ টাকার নতুন প্ল্যান রিচার্জের বিনিময়ে ভোডাফোন আইডিয়া গ্রাহক সারা মাসে মোট ২ জিবি (GB) ডেটা খরচের সুযোগ পাবেন। সেখানে ৩১৯ টাকার প্ল্যান রিচার্জ করলেই মিলবে দৈনিক ২ জিবি (GB) ডেটা খরচের সুবিধা।
মাসে ২ জিবি ডেটা ছাড়াও, ১৯৫ টাকার নতুন Vi প্ল্যান ৩১ দিনের বৈধতায় মোট ৩০০ এসএমএস পাঠানোর ছাড়পত্র দেবে। উপরন্তু এই প্ল্যান আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা সহ বিদ্যমান। উল্লেখ্য, বরাদ্দকৃত ডেটা পরিমাণ নিঃশেষিত হলে আলোচ্য প্ল্যান রিচার্জকারীরা মেগাবাইট (MB) পিছু ৫০ পয়সা চার্জ দিয়ে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। একইভাবে বরাদ্দ এসএমএস সীমা অতিক্রম করলে আলোচ্য প্ল্যানের অধীনে প্রতিটি লোকাল এবং এসটিডি (STD) এসএমএস পাঠাতে হলে যথাক্রমে ১ এবং ১.৫০ টাকা খরচ করতে হবে।
অন্যদিকে ৩১৯ টাকার অপর প্ল্যানের সাথে ভিআই গ্রাহকেরা প্রতিদিন ২ জিবি ডেটা ছাড়াও ১০০ এসএমএস খরচের সুযোগ মিলবে। তাছাড়া এই প্ল্যানও আনলিমিটেড ভয়েস কলিং সুবিধার সঙ্গে আগত। এছাড়া ৩১৯ টাকার প্ল্যান বেছে নিলে Vi গ্রাহকেরা উইকেন্ড ডেটা রোলওভার, বিঞ্জ অল নাইট সহ ডেটা ডিলাইটস অফারের পূর্ণ ফায়দা লুটতে পারবেন, যা এহেন প্ল্যানটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে।
৯৮ টাকার নয়া Vi প্ল্যান রিচার্জ করলে যে সুবিধাগুলি মিলবে
৯৮ টাকার Vi প্ল্যান ১৫ দিনের ভ্যালিডিটি সহ উপলব্ধ। এটি যে কোনও নম্বরে অফুরন্ত ভয়েস কল করার ছাড়পত্র দেবে। এছাড়া সর্বমোট ২০০ এমবি ডেটা প্রদান করলেও ৯৮ টাকার Vi প্ল্যান কোনওরকম এসএমএস সুবিধার সাথে উপলব্ধ নয়। বর্তমানে কেবলমাত্র নির্বাচিত সার্কেলের Vi গ্রাহকেরাই এই প্ল্যান বেছে নিতে পারবেন।