আপকামিং Vivo ফোল্ডেবল ফোনে থাকবে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

Update: 2022-08-09 12:27 GMT

গত এপ্রিল মাসে ভিভো আনুষ্ঠানিকভাবে বাজারে তার সর্বপ্রথম ফোল্ডেবল স্মার্টফোন, Vivo X Fold লঞ্চ করেছিল। এই ফোনটি বাজারে আসে ৮.০৩ ইঞ্চির LTPO OLED 3.0 প্রাইমারি ডিসপ্লে, Qualcomm Snapdragon 8 Gen 1 প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের Samsung GN5 প্রাইমারি সেন্সর এবং ৪,৬০০ এমএএইচ ব্যাটারির সাথে। আর এখন ভিভো তাদের পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই আসন্ন ফোল্ডেবল স্মার্টফোনের মূল স্পেসিফিকেশন বর্তমানে অজানা থাকলেও, একটি নতুন রিপোর্ট থেকে ডিভাইসটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্পর্কে জানা গেছে।

Vivo-এর আসন্ন ফোল্ডেবল ফোনে মিলবে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

আইটি হোম (IT Home)-এর একটি নতুন রিপোর্ট অনুযায়ী, জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, ভিভোর "নেক্সট জেনারেশন" ফোল্ডেবল স্মার্টফোনের প্রাইমারি ডিসপ্লেতে ডুয়েল-স্ক্রিন আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত থাকবে। এটি লক্ষনীয় যে, বাজারে বিদ্যমান প্রতিযোগী ডিভাইসগুলিতে এখনও পর্যন্ত নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরই দেখা যায়।

প্রসঙ্গত, ভিভো অদূর ভবিষ্যতে দুটি ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। যদিও এর মধ্যে একটি চলতি বছর এপ্রিলে লঞ্চ হওয়া ভিভো এক্স ফোল্ড-এর সরাসরি উত্তরসূরি হবে, আর অন্য মডেলটি একটি উল্লম্ব ফ্লিপ বা ক্ল্যামশেল ফোল্ডেবল ডিজাইনের সাথে আসবে। এখনও অবধি এই হ্যান্ডসেটগুলির বিষয়ে ভিভোর তরফ থেকে কোনও তথ্যই প্রকাশ করা হয়নি। তাই সংস্থার পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল ডিভাইসগুলি কি কি অফার করতে পারে, সে সম্পর্কে ধারণা পেতে পূর্বসূরি ভিভো এক্স ফোল্ড-এর স্পেসিফিকেশনগুলির ওপর থেকে একবার চোখ বুলিয়ে নেওয়া যেতে পারে।

ভিভো এক্স ফোল্ড-এর স্পেসিফিকেশন (Vivo X Fold Specifications)

ভিভো এক্স ফোল্ড-এ ইউটিজি সহ ৮.০৩ ইঞ্চির ই৫ এলটিপিও ওলেড ৩.০ ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২কে রেজোলিউশন এবং ৪:৩.৫ অ্যাসপেক্ট রেশিও সাপোর্ট করে৷ আর সেকেন্ডারি স্ক্রিনে ৬.৫৩ ইঞ্চির ই৫ ওলেড প্যানেল রয়েছে, যা ফুল-এইচডি+ স্ক্রিন রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর ১০+ সাপোর্ট, ১০০ শতাংশ ডিসিআই পি৩ কালার গ্যামট এবং ২১:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করে। ডিভাইসটি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ইউএফএস ৩.১ ইন-বিল্ট স্টোরেজ সহ কাস্টম কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর দ্বারা চালিত। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কোম্পানির নিজস্ব কাস্টম ইউজার ইন্টারফেসে রান করে।

ফটোগ্রাফির জন্য, Vivo X Fold-এ ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জিএন৫ প্রাইমারি সেন্সর, ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ১২ মেগাপিক্সেলের পোট্রেট লেন্স এবং ৫ মেগাপিক্সেলের পেরিস্কোপিক টেলিফটো লেন্স দ্বারা গঠিত কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে৷ আর কভার এবং প্রাইমারি ডিসপ্লেতে একটি করে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo X Fold ৪,৬০০ এমএএইচ ব্যাটারি অফার করে, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Tags:    

Similar News