Vivo T1 44W আসছে কার্ভড ডিসপ্লে ও ট্রিপল রিয়ার ক্যামেরা সহ, সম্ভাব্য দাম ও ফিচার দেখে নিন

Update: 2022-04-25 16:43 GMT

ভিভো গত ফেব্রুয়ারি মাসে ভারতের বাজারে তাদের Vivo T1 5G স্মার্টফোন লঞ্চ করে এবং বর্তমানে ব্র্যান্ডটি এই লাইনআপে Vivo T1 Pro এবং T1 44W নামে দুটি নতুন ফোন যুক্ত করার পরিকল্পনা করছে। সম্প্রতি সংস্থার তরফে Vivo T1 সিরিজের আসন্ন স্মার্টফোনগুলির জন্য একটি প্রোমোশনাল পোস্টার সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এই পোস্টারে দেখতে পাওয়া ডিভাইসটি Vivo T1 44W হবে বলেই মনে করা হচ্ছে এবং পোস্টার থেকে ফোনটির ব্যাক প্যানেলের ডিজাইনটি স্পষ্টভাবে সামনে এসেছে। আসুন আপকামিং T1 44W- এর ডিজাইন সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এল, তা জেনে নেওয়া যাক।

সামনে এল Vivo T1 44W-এর ডিজাইন

ভিভো ইন্ডিয়ার টুইটার অ্যাকাউন্ট থেকে ভিভো টি১ সিরিজের আপকামিং সিরিজের পোস্টারটি শেয়ার করা হয়েছে। মনে করা হচ্ছে এই ফোনটি ভিভো টি১ ৪৪ডব্লিউ হবে। এই পোস্টারে দেখতে পাওয়া ফোনটির ব্যাক প্যানেল এবং ফ্ল্যাট প্রান্তগুলি কিছুটা কার্ভড। ডিভাইসটির ক্যামেরা আইল্যান্ডে দুটি বৃত্তাকার কাটআউট রয়েছে, যার মধ্যে প্রথমটিতে একটি বড় ক্যামেরা সেন্সর অবস্থান করছে এবং নীচের কাটআউটে দুটি ক্যামেরা সেন্সর উপস্থিত রয়েছে।

https://twitter.com/Vivo_India/status/1518116708514693120

প্রসঙ্গত, গত সপ্তাহে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গেছে, Vivo T1 44W-এর স্থান Vivo T1 5G-এর নীচে রাখা হবে এবং ভারতে এর দাম ১৫,০০০ টাকার কাছাকাছি হবে। স্মার্টফোনটিতে অ্যামোলেড (AMOLED) স্ক্রিন থাকবে এবং এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর দ্বারা চালিত হবে। এর ফোনেও Vivo T1 5G-এর মতোই ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে এবং এটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে বলে আশা করা হচ্ছে। স্মার্টফোনটি ভারতে Vivo T1 Pro-এর সাথে মে মাসের প্রথম দিকে লঞ্চ হতে পারে।

অন্যদিকে, Vivo T1 Pro ফোনটি ৮ জিবি র‍্যাম ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি-এর সাথে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটিতে সম্ভবত ৬৪ মেগাপিক্সেলের সুপার নাইট ক্যামেরা থাকবে, যা প্রশংসনীয় লো লাইট ইমেজিং অফার করবে। তা ছাড়া, Vivo T1 Pro ফোনে ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং, একটি ৮ লেয়ার লিকুইড কুলিং সিস্টেম এবং ১৩০০ নিট পিক ব্রাইটনেস যুক্ত অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে।

Tags:    

Similar News