Vivo T1x একদিন পরেই ভারতে লঞ্চ হচ্ছে, তার আগে ফাঁস দাম সহ স্পেসিফিকেশন

Update: 2022-07-18 08:54 GMT

Vivo T1X আগামী ২০ জুলাই ভারতে লঞ্চ হচ্ছে। তবে এটি 5G নাকি 4G কানেক্টিভিটি অফার করবে তা এখনও জানা যায়নি‌। কিন্তু টিপস্টারদের দৌলতে ভারতে Vivo T1X এর দাম কত রাখা হবে তা জানা গেল। পাশাপাশি টিপস্টার দাবি করেছেন যে, ফোনটি এদেশে দুটি কালারে পাওয়া যাবে। উল্লেখ্য, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর চালিত এই ডিভাইসটি সেগমেন্ট ফার্স্ট ৪ লেয়ার কুলিং টেকনোলজি সহ আসবে বলে জানা গেছে।

ভিভো টি১এক্স ভারতে সম্ভাব্য দাম (Vivo T1X expected Price in India)

টিপস্টার প্যাশোনিয়েটগিকজ দাবি করেছেন যে, ভারতে ভিভো টি১এক্স ফোনের ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হবে ১১,৪৯৯ টাকা। ফোনটি ২ জিবি এক্সটেন্ডেড র‌্যাম সহ আসবে। আর এটি গ্রাভ্যাটি ব্ল্যাক ও স্পেস ব্লু কালারে পাওয়া যাবে।

ভিভো টি১এক্স স্পেসিফিকেশন (Vivo T1X Specifications)

প্রথমেই বলি, Vivo T1X হ্যান্ডসেটটির ৪জি এবং ৫জি উভয় ভ্যারিয়েন্ট ইতিমধ্যেই মালয়েশিয়া ও চীনে লঞ্চ হয়েছে। ভিভো ইন্ডিয়ার তরফে বিভিন্ন সময়ে টিজার প্রকাশ করে জানানো হয়েছে যে, এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর ও ৪ লেয়ার কুলিং সিস্টেম সহ আসবে। এছাড়া এতে ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০৮ পিক্সেল) ডিসপ্লে দেওয়া হবে।

ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে। এর মধ্যে প্রাইমারি সেন্সর হবে এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল। এছাড়া অন্য দুটি সেন্সর হবে ২ মেগাপিক্সেল। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর পাওয়ার ব্যাকআপের জন্য মিলবে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি।

Tags:    

Similar News