Vivo V25 আসছে দুটি নজরকাড়া কালার ও ২৫৬ জিবি পর্যন্ত মেমোরির সাথে, দাম ও ফিচার দেখে নিন
Vivo খুব শীঘ্রই V25 সিরিজের ঘোষণা করতে চলেছে বলে ইতিমধ্যেই বেশ কিছু রিপোর্টে দাবি করা হয়েছে। তবে লঞ্চের তারিখ ঘোষণার আগে এখন এই আপকামিং সিরিজের স্ট্যান্ডার্ড মডেল, Vivo V25 দুটি ভিন্ন স্টোরেজ এবং কালার বিকল্পে আত্মপ্রকাশ করবে বলে জানা গেল। যদিও ভারতে আলোচ্য স্মার্টফোনটির কালার ভ্যারিয়েন্টের জন্য বিভিন্ন নাম রাখা হবে বলে জানা গেছে। অন্যদিকে Vivo ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, আগামী মাসে অর্থাৎ আগস্টে V25 মডেলকে গ্লোবাল মার্কেটে এবং সেপ্টেম্বরে V25 Pro -কে ভারতে লঞ্চ করা হবে। প্রসঙ্গত, আসন্ন Vivo V25 সিরিজের অধীনে মোট চারটি স্মার্টফোন আসতে পারে। যার মধ্যে একটি 4G হ্যান্ডসেট ভারতে আসবে না বলে দাবি করেছেন এক টিপস্টার। আর, Vivo V25 Pro ভারতে Vivo S15 Pro 5G নামে লঞ্চ হতে পারে।
মোবাইলস্টক (MobileStalk) -এর সহযোগিতায় টিপস্টার পারাশ গুগলানি (Paras Guglani), ভিভো ভি২৫ স্মার্টফোনের স্টোরেজ এবং কালার অপশন সংক্রান্ত তথ্য শেয়ার করেছেন অনলাইনে। রিপোর্টে অনুসারে, আসন্ন এই হ্যান্ডসেটকে হয়তো ৮ জিবি র্যাম+১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম+২৫৬ জিবি স্টোরেজ বিকল্পে নিয়ে আসা হবে। আর ফোনটি ডায়মন্ড ব্ল্যাক এবং সানরাইজ গোল্ড নামের দুটি আকর্ষণীয় কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। তবে, ভারতের বাজারে ফোনটির উভয় কালার অপশনের নাম আলাদা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন পারাশ।
ভারতে ভিভো ভি২৫ সিরিজের প্রত্যাশিত মূল্য এবং লঞ্চের তারিখ (Vivo V25 series expected price in India and Launch Date)
রিপোর্ট অনুসারে, সিরিজের স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ ভিভো ভি২৫ ফোনের দাম ভারতে প্রায় ৩০,০০০ টাকা রাখা হবে। আর, ভিভো ভি২৫ প্রো মডেলটিকে প্রায় ৪০,০০০ টাকার প্রাইজ ট্যাগের সাথে এদেশে লঞ্চ করা হতে পারে। যদিও উক্ত দুটি মডেলের দাম বা লঞ্চের টাইমলাইন সম্পর্কিত কোনো বিশদই এখনো পর্যন্ত ভিভো ঘোষণা করেনি।
তবে বিশেষ সূত্র মারফৎ খবর পাওয়া যাচ্ছে যে, ভারতে ভিভো ভি২৫ -কে সম্ভবত আগামী মাসের তৃতীয় সপ্তাহে অর্থাৎ ১৭ই বা ১৮ই আগস্ট লঞ্চ করা হবে। যদিও, কোভিড-১৯ বিধিনিষেধ এবং সাপ্লাই চেইন পরিস্থিতির উপর নির্ভর করে লঞ্চের তারিখ পরিবর্তিত হতে পারে। প্রসঙ্গত, মোবাইলস্টক (MobileStalk) -ও তাদের রিপোর্টে অনুরূপ দাবি করেছে যে, ভিভো ভি২৫ -কে আগস্টে বিশ্বব্যাপী লঞ্চ করা হবে এবং সিরিজের প্রো মডেলকে সেপ্টেম্বরে ভারতে উন্মোচন করা হতে পারে।
আগেই বলেছি, আপকামিং ভিভো ভি২৫ সিরিজের অধীনে চারটি স্মার্টফোন আসতে পারে। সেক্ষেত্রে, আলোচ্য ভিভো ভি২৫ এবং ভিভো ভি২৫ প্রো ছাড়াও, ভিভো ভি২৫ই (Vivo V25e) নামেরও একটি মডেল অন্তর্ভুক্ত থাকতে পারে। এটিকে পূর্বে V2202 মডেল নম্বর সহ IMEI সার্টিফিকেশন সাইটের ডেটাবেসে উপস্থিত হতে দেখা গেছে। টিপস্টার পারাশ গুগলানির মতে, ভিভো ভি২৫ই ফোনটি ৪জি ভ্যারিয়েন্টেও আত্মপ্রকাশ করতে পারে, যেটিকে হয়তো ভারতে লঞ্চ করা হবে না।
ভিভো ভি২৫ প্রো -এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Vivo V25 Pro expected Specifications)
ভিভো ভি২৫ প্রো স্মার্টফোন সম্ভবত ৮ জিবি র্যাম+১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম+২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম+২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আত্মপ্রকাশ করবে। এছাড়া, এতে একটি ৬.৫৬-ইঞ্চির ফুল এইচডি প্লাস কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৯.৮:৯ এসপেক্ট রেশিও অফার করবে। উক্ত ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর দ্বারা চালিত হবে বলে জানা গেছে। এতে OIS সমর্থিত ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল শ্যুটার এবং ২ মেগাপিক্সেল পোর্ট্রেট সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। আবার ডিভাইসের টাচস্ক্রিনের উপরের দিকে থাকা পাঞ্চ-হোল কাটআউটের ভিতরে একটি ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই আসন্ন হ্যান্ডসেটে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলোজির সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে।
ভিভো ভি২৫ -এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Vivo V25 expected Specifications)
আপকামিং ভিভো ভি২৫ ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৬২-ইঞ্চির ফুল এইচডি প্লাস ফ্ল্যাট AMOLED ডিসপ্লে দেখা যাবে। এটি হয় কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেট, নয় মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর সহ আসতে পারে। সিরিজের এই স্ট্যান্ডার্ড মডেলেও প্রো ভ্যারিয়েন্টের মতো অনুরূপ রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে। যদিও ডিভাইসের সামনে একটি ১৬ মেগাপিক্সেল সেলফি শ্যুটার যুক্ত করা হতে পারে। এতে ৪৪ ওয়াট বা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকতে পারে।