Vivo V25 5G, V25 Pro, Y22s, Y35 4G বাজারে নেবে ধামাকা এন্ট্রি, পেয়ে গেল FCC থেকে অনুমোদন

Update: 2022-08-14 04:41 GMT

ভিভো খুব শীঘ্রই তাদের V এবং Y সিরিজের অধীনে অনেকগুলি হ্যান্ডসেট বাজারে লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। আর তার ইঙ্গিত হিসেবে এবার এই আপকামিং ডিভাইসগুলিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC)- এর সার্টিফিকেশন সাইটে খুঁজে পাওয়া গেছে। যেমন Vivo V25-কে ইউএস এফসিসি ডেটাবেসে V2202 মডেল নম্বর সহ স্পট করা হয়েছে। এই হ্যান্ডসেটটি এর আগে একই মডেল নম্বর সহ গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং ওয়েবসাইটেও তালিকাভুক্ত হয়েছিল। এছাড়াও, Vivo V25 Pro, Y35 এবং Y22s ইউএস এফসিসি সার্টিফিকেশন ওয়েবসাইটে যথাক্রমে V2158, V2205 এবং V2206 মডেল নম্বর সহ উপস্থিত হয়েছে। এর আগে Y22s হ্যান্ডসেটটিকেও একই মডেল নম্বরের সাথে দেখা গিয়েছিল। জানিয়ে রাখি, সম্প্রতি ভিভো নিশ্চিত করেছে যে, তারা আগামী ১৭ আগস্ট ভারতে Vivo V25 Pro ফোনটি লঞ্চ করতে চলেছে।

Vivo-এর একাধিক নতুন হ্যান্ডসেট লাভ করছে FCC-এর অনুমোদন

মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC)-এর সার্টিফিকেশন ডেটাবেসে চারটি নয়া ভিভো স্মার্টফোন তালিকাভুক্ত হয়েছে। তার মধ্যে V2202 মডেল নম্বর সহ ভিভো ভি২৫ এবং V2158 মডেল নম্বরের সাথে ভিভো ভি২৫ প্রো-কে দেখা যায়। আবার ভিভোর ওয়াই-সিরিজের আরও দুটি স্মার্টফোনও এফসিসি-এর অনুমোদন লাভ করেছে। ভিভো ওয়াই৩৫ ৪জি মডেলটি V2205 মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে এবং ওয়াই২২এস হ্যান্ডসেটটিকে সার্টিফিকেশন সাইটে V2206 মডেল নম্বর সহ দেখা গেছে। ভিভো ভি-সিরিজের স্মার্টফোন দুটি, অর্থাৎ ভিভো ভি২৫ এবং ভি২৫ প্রো-কে ৫জি সাপোর্ট সহ তালিকাভুক্ত করা হয়েছে। তবে, সাইটের তালিকা অনুযায়ী, ভিভো ওয়াই-সিরিজে অন্তর্ভুক্ত ভিভো ওয়াই৩৫ এবং ওয়াই২২এস শুধুমাত্র ৪জি কানেক্টিভিটির সাথে আসবে।

প্রসঙ্গত, এফসিসি লিস্টিংয়ের মতোই Vivo V25-কে V2202 মডেল নম্বর এবং ৮ জিবি র‍্যাম সাথে গিকবেঞ্চ বেঞ্চমার্কিং ওয়েবসাইটেও দেখা গেছে। একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, V25-এর কিছু ছবি অনলাইনে ফাঁস হয়েছে, যেগুলি প্রকাশ করেছে যে স্মার্টফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং একটি গোল্ড কালার ভ্যারিয়েন্টে বাজারে আসবে। এছাড়াও রিপোর্টে যোগ করা হয়েছে যে, ফোনটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা অফার করতে পারে।

অন্যদিকে, সম্প্রতি সংস্থা ঘোষণা করেছে যে, Vivo V25 Pro মডেলটি ভারতে আগামী ১৭ আগস্ট রাত ১২ টায় লঞ্চ হবে। এই হ্যান্ডসেটের কিছু স্পেসিফিকেশনও ইতিমধ্যেই কোম্পানির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এই আপকামিং ভিভো ফোনটি রঙ-পরিবর্তনকারী রিয়ার প্যানেল, ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ ৩ডি কার্ভড ডিসপ্লে এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ প্রসেসরের সাথে এদেশে আত্মপ্রকাশ করতে চলেছে।

উল্লেখ্য, পূর্বের একটি রিপোর্ট অনুযায়ী, নয়া Vivo Y22s মডেলটিকে বর্তমানে এফসিসি-এর সাইটে দেখতে পাওয়া একই মডেল নম্বরের সাথে আগেও দেখা গেছে। এদিকে, Vivo Y35 4G ফোনটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর অনুমোদন লাভ করেছে এবং এটি ইউএস এফসিসি ডেটাবেসের মতো একই মডেল নম্বরের সাথে বিআইএস-এর সাইটে তালিকাভুক্ত ছিল। তাই আশা করা হচ্ছে, Vivo Y35 4G শীঘ্রই ভারতে লঞ্চ হবে।

Tags:    

Similar News