ডিসপ্লে থেকে ক্যামেরায় চমকের ছড়াছড়ি, কত দাম হবে Vivo V29e স্মার্টফোনের
সম্প্রতি ভিভো (Vivo) আনুষ্ঠানিকভাবে ভারতে একটি নতুন V-সিরিজের স্মার্টফোন লঞ্চ করার বিষয়ে টিজ করেছে। ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে যে এই হ্যান্ডসেটটি Vivo V29e নামে বাজার আসবে। এটি V23e-এর উত্তরসূরি হবে, যা গত বছরের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করেছিল। অফিসিয়াল লঞ্চের আগে, ভিভো সোশ্যাল মিডিয়ায় টিজার আকারে V29e-এর আরও কিছু ফিচার প্রকাশ করা শুরু করেছে। ব্র্যান্ডটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ডিভাইসটির একটি ডেডিকেটেড মাইক্রোসাইটও প্রকাশ করেছে।
ফাঁস হল Vivo V29e বৈশিষ্ট্য এবং মূল্য
ভিভো এখনও ভারতে ভিভো ভি২৯ই স্মার্টফোনের সঠিক লঞ্চের তারিখ প্রকাশ করেনি। তবে ব্র্যান্ডটি টিজার শেয়ার করা শুরু করেছে, তা বিবেচনা করে আশা করা যায় যে এটি আগামী কয়েক দিনের মধ্যেই আত্মপ্রকাশ করবে। এছাড়াও, ডিভাইসটি ফ্লিপকার্ট (Flipkart) থেকে পাওয়া যাবে বলে নিশ্চিত করা হয়েছে, কারণ এই ই-কমার্স প্ল্যাটফর্মে একটি মাইক্রোসাইটও লাইভ হয়েছে।
ফ্লিপকার্ট-এর মাইক্রোসাইট অনুসারে, ভিভো ভি২৯ই-এর একটি ডুয়েল-টোনড ব্যাক প্যানেল রয়েছে। এর বাম দিকে সূক্ষ্ম জ্যামিতিক আকারের সাথে একটি গ্লসি ফিনিশ রয়েছে এবং বাকি অর্ধেকটি লেদার টেক্সচারযুক্ত হবে বলে মনে হচ্ছে। রিয়ার প্যানেলের ওপরের বাম দিকে সোনালী রঙের দুটি ক্যামেরার রিং রয়েছে। ডিভাইসটিতে কালার-চেঞ্জিং রিয়ার প্যানেল প্রযুক্তি ব্যবহৃত হবে বলে আশা করা হচ্ছে। কেননা ভিভোর মাইক্রোসাইটটি দেখায় মেরুন রঙের ব্যাক প্যানেলটি কালো রঙে পরিবর্তিত হচ্ছে। তবে, এই সুবিধা শুধুমাত্র আর্টিস্টিক রেড ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।
এর পাশাপাশি, ভিভো ভি২৯ই-এর সামনের দিকে ৫৮.৭ ডিগ্রির কার্ভেচার সহ একটি কেন্দ্র-সারিবদ্ধ পাঞ্চ-হোল থ্রিডি ডিসপ্লে থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটও সাপোর্ট করবে। এই ডিভাইসটি ২৫,০০০-৩০,০০০ টাকা দামের মধ্যে ৩ডি কার্ভড স্ক্রিন সহ সবচেয়ে স্লিম ফোন হবে বলে মনে করা হচ্ছে। তবে, এই মূল্য বেস কনফিগারেশনের জন্য হবে বলে আশা করা যায়।
Vivo V29e-তে পরিষ্কার এবং ডিটেইলস যুক্ত শট নেওয়ার জন্য আই অটোফোকাস প্রযুক্তি সহ ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত থাকবে। স্থিতিশীল এবং উজ্জ্বল নাইট ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।