দুর্দান্ত ফিচার্স নিয়ে ভারতে আসছে Vivo V40 সিরিজ, থাকবে 5500mah ব্যাটারি ও IP68 রেটিং
ভিভো ভি৪০ সিরিজ আগামী মাসের মধ্যে ভারতে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এই লাইনআপে দু'টি মডেল আসতে পারে - ভিভো ভি৪০ এবং ভি০ প্রো। ফোনগুলি ইতিমধ্যেই ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্স (বিআইএস) সার্টিফিকেশন সাইটে হাজির হয়েছে। ভিভো ভি৪০ ইউরোপে আগেই লঞ্চ হয়ে গিয়েছে এবং এদেশেও একই স্পেসিফিকেশন নিয়ে আসবে বলে অনুমান।
৯১মোবাইলসের প্রতিবেদন অনুযায়ী, ভিভো ভি৪০ সিরিজ ৫,৫০০এমএএইচ ব্যাটারি যুক্ত সবচেয়ে পাতলা স্মার্টফোন হিসাবে লঞ্চ হবে। এতে ওয়াটার ও ডাস্ট রেজিট্যান্সের জন্য আইপি৬৮ রেটেড চ্যাসিস থাকবে। যার অর্থ স্পেসিফিকেশনের নিরিখে ইউরোপীয় ও ভারতীয় ভার্সনের মধ্যে কোনও পার্থক্য থাকবে না।
ভিভো ভি৪০ প্রো মডেলটি এখনও লঞ্চ না হওয়ার ফলে কেমন বৈশিষ্ট্য থাকবে বলা সম্ভব হচ্ছে না। ফাস্ট চার্জিং ও ক্যামেরা এমন দুই বিভাগ যেখানে বেস মডেলের তুলনায় এতে আপগ্রেড লক্ষ্য করা যেতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, ভিভো ভি৪০ সিরিজ ভারতে একাধিক কালার অপশনে লঞ্চ হবে, যেমন গাঙ্গেস ব্লু, লোটাস পার্পল, ও টাইটেনিয়াম গ্রে। ব্লু কালারটি ভারতীয় বাজারের জন্য এক্সক্লুসিভ হওয়ার সম্ভাবনা।
ভিভো ভি৪০ ও ভিভো ভি৪০ প্রো আগস্টের মাঝামাঝি সময়ে ভারতে রিলিজ হতে পারে। বিআইএস ডেটাবেসে উপস্থিতি সেই দিকেই ইঙ্গিত করে। উল্লেখ্য, ভি৪০ ও ভি৪০ লাইট লঞ্চ হলেও, প্রো ভ্যারিয়েন্ট এখনও বাজারে আসেনি। ফলে এই দুই ফোনের মধ্যে একটি প্রো নামে ভারতে উপলব্ধ হবে বলে জল্পনা শোনা যাচ্ছে।