চলতি মাসের 28 তারিখ আসছে প্রতীক্ষিত Vivo X Fold, Vivo X Note ও Vivo Pad

Update: 2022-03-25 12:43 GMT

বেশ কিছু মাস ধরেই জল্পনা চলছিল যে, স্মার্টফোন সংস্থা ভিভো শীঘ্রই তাদের ব্র্যান্ডের নতুন ফোল্ডেবল স্মার্টফোন, Vivo X Fold-এর ওপর থেকে পর্দা সরাবে। আর এবার সেই জল্পনাকে আরও বাড়িয়ে সংস্থার তরফে একটি নতুন টিজার প্রকাশ করা হয়েছে, যা ভিভোর আপকামিং ফোল্ডেবল স্মার্টফোনটির আগমনের দিকেই ইঙ্গিত করছে। এছাড়াও, অনুমান করা হচ্ছে, Vivo X Fold-এর সাথে আসন্ন Vivo X Note প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি এবং Vivo Pad ট্যাবলেটটিও এপ্রিল মাসের প্রথমার্ধেই বাজারে পা রাখবে। শুধু তাই নয় ভিভো সম্প্রতি চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো (Weibo)- তে একটি পোস্ট করে জানিয়েছে, সংস্থার পক্ষ থেকে আগামী ২৮ মার্চ একটি নতুন ঘোষণা করা হবে। সম্ভবত, এই দিনই Vivo X Fold, Vivo X Note, এবং Vivo Pad-এর লঞ্চের তারিখটি নিশ্চিত করা হবে।

ভিভো এক্স ফোল্ড সম্ভাব্য স্পেসিফিকেশন (Vivo X Fold Expected Specifications)

ভিভো এক্স ফোল্ড-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি+ OLED কভার ডিসপ্লে এবং একটি ৮ ইঞ্চির কোয়াড এইচডি+ ফোল্ডেবল OLED স্ক্রিন থাকবে এবং এই ডিসপ্লেটিরও রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এই ফোল্ডেবল ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে।

Vivo X Fold-এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল+ ৪৮ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল সেন্সর সহ কোয়াড-ক্যামেরা ইউনিট উপস্থিত থাকতে পারে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট চার্জিং সহ একটি ৪,৬০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। এছাড়া, এই ফোল্ডেবল ফোনের উভয় ডিসপ্লের‌ মধ্যে একটি আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে।

ভিভো এক্স নোট সম্ভাব্য স্পেসিফিকেশন (Vivo X Note Expected Specifications)

ভিভো এক্স নোট ফ্ল্যাগশিপ ফোনটি ৭ ইঞ্চির কোয়াড এইচডি+ অ্যামোলেড(AMOLED) ডিসপ্লে সহ আসবে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এতে একটি আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। এই প্রিমিয়াম ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট ব্যবহার করা হবে।

আপকামিং Vivo X Note ফ্ল্যাগশিপ ফোনে আসন্ন Vivo X Fold-এর মতো একই রকম কোয়াড-ক্যামেরা ইউনিট দেখা যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে, যা ৮০ ওয়াট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে৷

ভিভো প্যাড সম্ভাব্য স্পেসিফিকেশন (Vivo Pad Expected Specifications)

ভিভো প্যাড ট্যাবলেটে ১১ ইঞ্চির ডিসপ্লে থাকবে যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২,৫৬০ x ১,৬০০ পিক্সেল অফার করবে। তবে, এটি এলসিডি প্যানেল হবে না ওলেড স্ক্রিন - তার এখনও তা স্পষ্ট নয়। এই ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট দ্বারা চালিত হবে।

ফটোগ্রাফির জন্য, Vivo Pad- এর রিয়ার শেলে ১৩ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল সেন্সর সহ ডুয়েল-ক্যামেরা সিস্টেম থাকতে পারে এবং সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। এই তিনটি ডিভাইসই অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলবে বলে আশা করা হচ্ছে। পাওয়ার ব্যাকআপের জন্য, VivoPad- এ ৮,০৪০ এমএএইচ ব্যাটারির সাথে ৪৪ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট মিলতে পারে।

Tags:    

Similar News