Vivo X Note আসছে Snapdragon 8 Gen 1 প্রসেসর ও 12GB র্যাম সহ, দেখা গেল Geekbench-এ
গত সপ্তাহে স্মার্টফোন সংস্থা ভিভো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, আগামী ১১ এপ্রিল Vivo X Note প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোনটি চীনের বাজারে Vivo X Fold এবং Vivo X Pad-এর পাশাপাশি লঞ্চ হতে চলেছে। যদিও এখনও অবধি সংস্থার তরফে এই ডিভাইসটির স্পেসিফিকেশন ও ফিচার সম্পর্কে কোনও তথ্যই প্রকাশ করা হয়নি, তবে ইতিমধ্যেই বিভিন্ন সূত্র মারফৎ ফোনটির সম্বন্ধে একাধিক তথ্য সামনে এসেছে। আর এখন, একটি নতুন রিপোর্ট থেকে জানা যাচ্ছে লঞ্চের আর মাত্র কয়েকদিন আগে Vivo X Note হ্যান্ডসেটটি Qualcomm Snapdragon 8 Gen 1 ফ্ল্যাগশিপ প্রসেসর সহ গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটে উপস্থিত হয়েছে। সাইটের তালিকা থেকে চিপসেট ছাড়াও ওর আরও কয়েকটি স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।
Vivo X Note-কে দেখা গেল Geekbench-এর ডেটাবেসে
V2170A মডেল নম্বর সহ ভিভো এক্স নোট গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটে তালিকাভুক্ত হয়েছে। তালিকাটি প্রকাশ করে যে, এই ডিভাইসের মাদারবোর্ডের কোডনাম "টারো"(taro), সুতরাং এটি যে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। এই অক্টা-কোর প্রসেসরের সর্বোচ্চ ক্লক স্পিড ৩.০ গিগাহার্টজ এবং এটি গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো ৭৩০ (Adreno 730) জিপিইউ-এর সাথে যুক্ত। তালিকাটি থেকে আরও জানা যায় যে ফোনটিতে ১২ জিবি র্যাম পাওয়া যাবে এবং এটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলবে। এছাড়া, ভিভো এক্স নোট ফোনটি গিকবেঞ্চের সিঙ্গেল-কোর টেস্টে ৭৯৪ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৩,১৫৮ পয়েন্ট অর্জন করেছে।
ভিভো এক্স নোট- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Vivo X Note Expected Specifications)
এখনও অবধি জানা গেছে যে, ভিভো এক্স নোট ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৭ ইঞ্চির কোয়াড এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লের ওপরের মধ্যবর্তী স্থানে ফ্রন্ট ক্যামেরার জন্য পাঞ্চ-হোল কাটআউটটি অবস্থান করবে এবং এটি একটি কার্ভড এজ ডিসপ্লে হবে বলে মনে করা হচ্ছে। নিরাপত্তার জন্য, এতে একটি আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও দেওয়া হবে।
পারফরম্যান্সের জন্য আসন্ন Vivo X Note ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর ব্যবহার করা হবে। এই ডিভাইসটি ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ- এই তিনটি ভ্যারিয়েন্টে বাজারে আসতে পারে।
ফটোগ্রাফির জন্য, এই Vivo X Note-এর রিয়ার প্যানেলে উপলব্ধ বৃত্তাকার ক্যামেরা মডিউলটিতে ৫০ মেগাপিক্সেলের স্যামসাং এস৫কেজিএন১ প্রাইমারি ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৫৯৮ লেন্স, ১২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৬৬৩ লেন্স এবং ৫× জুম সহ ৮ মেগাপিক্সেলের ওভি০৮এ১০ ক্যামেরা সেন্সর উপস্থিত থাকবে৷ তবে এই ফোনের সেলফি ক্যামেরা সম্পর্কে কোনও এখনও তথ্য জানা যায়নি। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo X Note-এ একটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া, হ্যান্ডসেটে ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টও থাকবে বলে আশা করা হচ্ছে।