Vivo Y22 হবে বাজেট রেঞ্জের গেমিং ফোন, Mediatek Helio G85 প্রসেসর সহ দেখা গেল Geekbench-এ
ভিভো (Vivo) শীঘ্রই বাজারে তাদের Y-সিরিজের অধীনে একাধিক স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে Vivo Y35, Vivo Y22 এবং Vivo Y22s- এই হ্যান্ডসেটগুলি। আর এখন আসন্ন Vivo Y22 মডেলটিকে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটে খুঁজে পাওয়া গেছে। সাইটের তালিকায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে, এই ভিভো স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করবে এবং ৪ জিবি র্যামের সাথে যুক্ত MediaTek-এর Helio G85 প্রসেসর দ্বারা চালিত হবে। চলুন আপকামিং ভিভো হ্যান্ডসেটটির গিকবেঞ্চ তালিকায় এর সম্পর্কে কি কি তথ্য প্রকাশিত হয়েছে, তা সবিস্তারে জেনে নেওয়া যাক।
Vivo Y22- কে দেখা গেল Geekbench-এর সাইটে
মাইস্মার্টপ্রাইস (MySmartPrice)-এর একটি রিপোর্ট অনুযায়ী, ভিভোর একটি নতুন স্মার্টফোন V2207 মডেল নম্বর সহ গিকবেঞ্চ বেঞ্চমার্কিং ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। এর আগে একটি রিপোর্ট থেকে জানা গিয়েছিল যে, এই মডেল নম্বরটি ভিভো ওয়াই২২ ফোনের সাথে যুক্ত। গিকবেঞ্চ তালিকাটি প্রকাশ করেছে যে, এই নতুন ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করবে এবং এর ওপরে ফানটাচ ওএস (Funtouch OS) কাস্টম স্কিনটি থাকতে পারে।
এছাড়াও তালিকাটি প্রকাশ করেছে যে, ভিভো ওয়াই২২ একটি অক্টা-কোর চিপসেটের সাথে আসবে, যার ছয়টি কোর ১.৮ গিগাহার্টজে রান করে এবং বাকি দুটি কোরের ক্লক স্পিড ২ গিগাহার্টজ। এর ওপর ভিত্তি করে বলা যায়, এটি আসলে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। এই চিপসেটটির সাথে গ্রাফিক্সের জন্য এআরএম মালি-জি৫২ জিপিইউ এবং ৪ জিবি পর্যন্ত র্যামের সাথে যুক্ত থাকবে বলেও জানা গেছে। তবে, কোম্পানি একাধিক স্টোরেজ ভ্যারিয়েন্টে ফোনটি লঞ্চ করতে পারে। বেঞ্চমার্কিং স্কোরের ক্ষেত্রে, ভিভো ওয়াই২২ গিকবেঞ্চের সিঙ্গেল-কোর টেস্টে ৩৩৯ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ১,২২০ পয়েন্ট অর্জন করেছে।
প্রসঙ্গত, পূর্ববর্তী লিক এবং রিপোর্ট থেকে জানা গেছে, Vivo Y22-এ ৬.৪ ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে থাকবে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এতে সেলফি এবং ভিডিও কলের জন্য, একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo Y22-এ শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি নিরাপত্তার জন্য, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকের সাথে আসতে পারে। যদিও, এই স্পেসিফিকেশনগুলি এখনও অনুমানের পর্যায়েই রয়েছে এবং ভিভো-র তরফে এখনও পর্যন্ত আসন্ন হ্যান্ডসেটটির সম্পর্কে কোনও তথ্য নিশ্চিত করা হয়নি। তবে গিকবেঞ্চের সাইটে উপস্থিত হওয়ার পর আশা করা যায়, শীঘ্রই Vivo Y22 সম্পর্কে আরও তথ্য প্রকাশ্যে আসবে।