Vivo Y300 Pro: এই প্রথম ভিভোর ফোনে 6500mah ব্যাটারি, সঙ্গে স্পেশাল ফিচার্স
Vivo Y300 Pro ফোনটি খুব তাড়াতাড়ি বাজারে পা রাখতে চলেছে। ইতিমধ্যেই ফোনটির বিষয়ে নানা তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। আর এখন এই হ্যান্ডসেটের ডিসপ্লের বৈশিষ্ট্য ও ব্যাটারির ক্ষমতা প্রকাশ করেছেন এক টিপস্টার।
ভিভো তাদের Y সিরিজটি সম্প্রসারণ করার প্রস্তুতি নিচ্ছে। এই লাইনআপের অধীনে আসন্ন Vivo Y300 Pro ফোনটি শীঘ্রই বাজারে পা রাখতে চলেছে। ডিভাইসটির পার্পল কালারের প্যাকেজিং বক্সটি ইতিমধ্যেই ফাঁস হয়েছে। আর এখন, এক সুপরিচিত টিপস্টার Vivo Y300 Pro সম্পর্কে কিছু তথ্য শেয়ার করেছেন। আসুন এগুলি দেখে নেওয়া যাক।
Vivo Y300 Pro ফোনের ডিসপ্লে, ব্যাটারি ও চার্জিংয়ের বিবরণ (সম্ভাব্য)
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের মতে, ভিভো ওয়াই৩০০ প্রো ফোনটির সামনে একটি বড় কেন্দ্রীভূত হোল পাঞ্চ ক্যামেরা মডিউল সহ কোয়াড-কার্ভড ডিসপ্লে থাকবে এবং এটি একটি '6xxx' এমএএইচ উচ্চ-ঘনত্বের ব্যাটারি অফার করবে। উল্লেখযোগ্যভাবে, এটি সিরিজের প্রথম ফোন হতে চলেছে, যা সমান গভীরতার কোয়াড কার্ভড স্ক্রিন অফার করবে।
আগের একটি রিপোর্ট অনুসারে, ভিভো ওয়াই৩০০ প্রো হ্যান্ডসেটের ব্যাটারির ক্ষমতা হবে 6500 এমএএইচ, যা একটি ভিভো ফোনে সবচেয়ে বড় ব্যাটারি হতে চলেছে৷ ফাঁস হওয়া প্যাকেজিং বক্সটি আরও দাবি করেছে যে, ব্যাটারির আয়ু "রিডিকিউলাসলি লং-লাস্টিং"। এছাড়াও জানা গেছে যে, ফোনটি 80 ওয়াট ফাস্ট চার্জিংও সাপোর্ট করবে, যা ইতিমধ্যেই চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) প্ল্যাটফর্ম দ্বারা নিশ্চিত করা হয়েছে।
জানিয়ে রাখি, পূর্বসূরি Vivo Y200 Pro হ্যান্ডসেটটি 6.78 ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে এসেছে, যা সর্বোচ্চ 1,300 নিট পিক ব্রাইটনেস অফার করে। ফোনটি Qualcomm Snapdragon 695 5G চিপসেট দ্বারা চালিত, যা ইউএফএস 2.2 স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। ফটোগ্রাফির জন্য, Vivo Y200 Pro হ্যান্ডসেটের রিয়ার প্যানেলে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দ্বারা গঠিত ডুয়েল ক্যামেরা সেটআপ এবং ফোনের সামনে একটি 16 মেগাপিক্সেলের কেন্দ্রীভূত পাঞ্চ-হোল সেলফি ক্যামেরা অবস্থান করবে।
দেখা যাচ্ছে যে, Vivo Y300 Pro ফোনের সম্ভাব্য ব্যাটারির আকারের তুলনায় Vivo Y200 Pro মডেলে একটি বেশ ছোট 5000 এমএএইচ ব্যাটারি রয়েছে, যা তুলনামূলকভাবে ধীর গতির 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তাই মনে করা হচ্ছে যে ফোনটির ব্যাটারি লাইফ এবং চার্জিংয়ের ক্ষেত্রে এর উত্তরসূরিটি একটি উল্লেখযোগ্য আপগ্রেড সহ আসবে। তবে মনে রাখবেন এগুলি এখনও কেবল জল্পনা, তাই ব্যাটারি এবং চার্জিংয়ের বিবরণ সর্ম্পকে আরও নিশ্চিতভাবে জানতে আরও কিছু রিপোর্ট এবং কোম্পানির নিশ্চিতকরণের জন্য অপেক্ষা করাই শ্রেয়।