Vivo Y35 4G এবার ভারতে লঞ্চ হচ্ছে, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ থাকবে 44W ফাস্ট চার্জিং সাপোর্ট

Update: 2022-08-24 02:39 GMT

জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা ভিভো চলতি মাসেই Vivo Y35 4G হ্যান্ডসেটটি Qualcomm Snapdragon 680 প্রসেসর এবং ৬.৫৮ ইঞ্চির এলসিডি ডিসপ্লে সহ কিছু নির্বাচিত বাজারে উন্মোচন করেছে৷ এই হ্যান্ডসেটটিতে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ভিভো হ্যান্ডসেটটি দুটি কালার অপশনে বাজারে এসেছে। আর এখন ভারতের এক রিটেলার Y35 4G-এর একটি মার্কেটিং পোস্টার শেয়ার করেছে, যা প্রকাশ করেছে যে, এই Vivo Y সিরিজের ডিভাইসটি শীঘ্রই ভারতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ সাপোর্ট সহ লঞ্চ হতে পারে। যদিও সংস্থাটি এখনও ভারতের বাজারে Vivo Y35 4G-এর লঞ্চের তারিখটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।

প্রকাশ্যে এল ভারতের জন্য Vivo Y35 4G-এর মার্কেটিং রেন্ডার

মুম্বাইয়ের রিটেলার মহেশ টেলিকম তাদের একটি সাম্প্রতিক টুইটে ভারতে আসন্ন ভিভো ওয়াই৩৫ ৪জি-এর একটি বিপণন পোস্টার শেয়ার করেছে। পোস্টারটি ইঙ্গিত দেয় যে হ্যান্ডসেটটি শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে। এটিতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৪৪ ফ্ল্যাশচার্জ চার্জিং সাপোর্টে থাকবে বলেও এই রেন্ডারে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, ভিভো ওয়াই৩৫ ৪জি চলতি মাসের শুরুতে বাছাই করা কিছু বাজারে উন্মোচন করা হয়েছিল। ভিভো ভারতের বাজারে এই হ্যান্ডসেটটির দাম, লঞ্চের তারিখ ও স্পেসিফিকেশন সম্পর্কে এখনও কিছুই নিশ্চিত করেনি। তবে, এটির সম্পর্কে ধারণা পেতে মালয়েশিয়ায় লঞ্চ হওয়া ওয়াই৩৫ ৪জি-এর মূল্য এবং স্পেসিফিকেশনগুলি দেখা যেতে পারে।

ভারতে ভিভো ওয়াই৩৫ ৪জি-এর সম্ভাব্য মূল্য, লভ্যতা (Vivo Y35 4G Expected Price in India and Availability)

ভিভোর মালয়েশিয়া শাখার অফিসিয়াল ওয়েবসাইটে ভিভো ওয়াই৩৫ ৪জি-এর একমাত্র ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ ভ্যারিয়েন্টটির মূল্য ১,০৯৯ মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় ১৯,৬০০ টাকা) নির্ধারণ করা হয়েছে। হ্যান্ডসেটটির দাম ভারতেও একই রকম হতে পারে। হ্যান্ডসেটটি অ্যাগেট ব্ল্যাক এবং ডন গোল্ড-এই দুটি কালার অপশনে এসেছে। ভারতে ওয়াই৩৫ ৪জি-এর আরও স্টোরেজ অপশন পাওয়া যাবে কিনা তা কোম্পানি এখনও প্রকাশ করেনি।

ভিভো ওয়াই৩৫ ৪জি-এর স্পেসিফিকেশন (Vivo Y35 4G Specifications)

ডুয়েল-সিমের (ন্যানো) Vivo Y35 4G-এ ফুল-এইচডি+ রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৯৬ শতাংশ এনটিএসসি (NTSC) কালার গ্যামট সহ ৬.৫৮ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে। তবে, অতিরিক্ত স্টোরেজ ব্যবহার করে এর র‍্যাম ১৬ জিবি পর্যন্ত প্রসারিত করা যেতে পারে। আবার, এর স্টোরেজও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব।

ফটোগ্রাফির জন্য, Vivo Y35 4G-এ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেলের বোকেহ লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর হ্যান্ডসেটটির সামনে সেলফি ভিডিও কলিংয়ের জন্য একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। Vivo Y35 4G ফোনে নাইট ফটোগ্রাফি, পোর্ট্রেট মোড, লাইভ ফটো এবং টাইম ল্যাপস-এর মতো ফটোগ্রাফি ফিচারগুলি সাপোর্ট করে। এই ভিভো ফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে, হ্যান্ড স্পোর্টস ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫.০, জিপিএস, গ্লোনাস এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। নিরাপত্তার জন্য, এতে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo Y35 4G ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Tags:    

Similar News