ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত Vodafone Idea-র, টানা তিন কোয়ার্টার বাড়লো গ্রাহকের সংখ্যা
টানা তিন কোয়ার্টার ধরে পরিষেবার অধীনে নতুন 4G গ্রাহক যুক্ত করে পুনরায় ঘুরে দাঁড়ানোর বার্তা দিল Vodafone Idea Limited বা সংক্ষেপে ভিআই (Vi)। সদ্য এই সংস্থা ২০২২ অর্থবর্ষের (FY22) চতুর্থ প্রান্তিকে নিজেদের আর্থিক ফলাফলের রিপোর্ট সামনে এনেছে। দেখা গেছে, এক বা দুইবার নয়, বরং আলোচ্য অর্থবর্ষের প্রতিটি প্রান্তিকেই Vi পরিষেবার আওতায় নতুন 4G গ্রাহক জুড়তে সক্ষম হয়েছে, যা এই প্রাইভেট টেলকোর পক্ষে যথেষ্ট ইতিবাচক ব্যাপার। দেশীয় টেলিকম ক্ষেত্রে Reliance Jio এবং Airtel -এর মতো শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই উক্ত ফলাফল Vi -কে বাড়তি অক্সিজেন যোগাবে বলেই বিশেষজ্ঞদের অভিমত।
বছরের টানা তিন কোয়ার্টারে 4G ইউজার সংখ্যা বাড়ালো Vi
Vi -এর প্রকাশ্যে আনা রিপোর্ট অনুযায়ী, ২০২২ অর্থবর্ষের প্রথম কোয়ার্টারে দেশে টেলকোর 4G সাবস্ক্রাইবার সংখ্যা ছিল ১১২.৯ মিলিয়ন, যা দ্বিতীয় কোয়ার্টারে ১১৬.২ মিলিয়নে পৌঁছয়। এরপর তৃতীয় এবং চতুর্থ কোয়ার্টারে সংস্থাটি যথাক্রমে ১১৭ ও ১১৮.১ মিলিয়ন 4G ইউজার সংখ্যা স্পর্শ করে। ফলে ২০২২ অর্থবর্ষে ভোডাফোন আইডিয়া যে নতুন অসংখ্য ইউজার আকর্ষণে সফল হয়েছে, সেটা বাড়তি কথায় বুঝিয়ে দেওয়ার প্রয়োজন নেই।
পরিষেবার আওতায় একটানা নতুন গ্রাহক সংযোজনের ফলে আলোচ্য সময়ে Vi -এর ARPU বা গ্রাহক পিছু গড় আয়ের পরিমাণ কিছুটা উন্নত হয়েছে। তাছাড়া অর্থবর্ষের চতুর্থ প্রান্তিকে টেলকোর গড় ডেটা ব্যবহার পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে। সুতরাং সব মিলিয়েই অর্থবর্ষের শেষ কোয়ার্টার ভিআই সংস্থার জন্য সুখবর বয়ে এনেছে।
অবশ্য এতকিছুর পরেও দেশের ৩য় বৃহত্তম টেলিকম অপারেটর Vi ক্রমাগত গ্রাহক হারানোর হাত থেকে রেহাই পায়নি। অর্থাৎ নতুন গ্রাহকেরা Vi পরিষেবার প্রতি আকৃষ্ট হলেও, পুরনো লক্ষ লক্ষ ইউজার সংস্থার কানেকশন ত্যাগ করেছেন। অর্থবর্ষের শেষ কোয়ার্টারে Vi মোট ৩৪ লক্ষ সাবস্ক্রাইবার হারিয়েছে, যা অন্যান্য প্রাইভেট টেলকোদের সাথে প্রতিদ্বন্দিতায় Vodafone Idea -কে অনেকটাই পিছিয়ে দিয়েছে। এজন্য নতুন গ্রাহক অন্তর্ভুক্তিতে সফল হলেও সামগ্রিক বিচারে সংস্থাটির উন্নয়ন ব্যাহত হচ্ছে।