Sandisk HDD: স্যানডিস্ক লঞ্চ করল নতুন হার্ড ডিস্ক, ২.৫ ইঞ্চি হার্ড ড্রাইভে রাখা যাবে ছয়টি কম্পিউটারের ডেটা
সংস্থাটি তাদের ডাব্লুডি, ডাব্লুডি ব্ল্যাক এবং স্যানডিস্ক প্রোফেশনাল পোর্টফোলিওতে নতুন স্টোরেজ ডিভাইস যুক্ত করেছে। পাশাপাশি বিশ্বের বৃহত্তম স্টোরেজ স্পেসের সাথে একটি ২.৫-ইঞ্চি পোর্টেবল হার্ড ডিস্কও চালু করেছে স্যানডিস্ক।
পুরো বিশ্ব ডিজিটাল হচ্ছে এবং ফটো এবং ভিডিও-র মতো কনটেন্ট বৃদ্ধির কারণে স্টোরেজের গুরুত্ব এবং প্রয়োজনীয়তাও বাড়ছে। এই প্রয়োজনীয়তা বুঝে, ওয়েস্টার্ন ডিজিটাল আজ একটি ডেটা স্টোরেজ সলিউশন নিয়ে এসেছে। সংস্থাটি তাদের ডাব্লুডি, ডাব্লুডি ব্ল্যাক এবং স্যানডিস্ক প্রোফেশনাল পোর্টফোলিওতে নতুন স্টোরেজ ডিভাইস যুক্ত করেছে। পাশাপাশি বিশ্বের বৃহত্তম স্টোরেজ স্পেসের সাথে একটি ২.৫-ইঞ্চি পোর্টেবল হার্ড ডিস্কও চালু করেছে স্যানডিস্ক।
এদের মধ্যে ডাব্লুডি মাই পাসপোর্ট পোর্টেবল এইচডিডি লাইন এবং সানডিস্ক প্রোফেশনাল জি-ড্রাইভ আর্মারএটিডিতে ৬ টিবি পর্যন্ত স্টোরেজ ক্যাপাসিটি উপস্থিত এবং উভয়ই কমপ্যাক্ট সাইজ অফার করে। এগুলি গেমাররা ও পেশাদার কাজে নিযুক্ত ব্যক্তিরা ব্যবহার করতে পারে। আর পোর্টেবল হওয়ায় এগুলিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া খুব সহজ।
ডাব্লুডি মাই পাসপোর্ট পোর্টেবল এইচডিডি এর ফিচার এবং মূল্য
সহজ ভাষায় বললে ৬ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ মানে ৬টি কম্পিউটারের ডাটা অনায়াসে একটি মাত্র হার্ডড্রাইভেই সংরক্ষণ করা যাবে। ক্রেতারা তাদের অ্যাডভেঞ্চার ভিডিও থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ফাইল এবং ডেটা সবকিছু সংরক্ষণ করতে পারবেন। মেটাল ডিজাইন সহ আসা এই হার্ডড্রাইভে ইউএসবি টাইপ-সি প্রযুক্তি সাপোর্ট করবে।
আর পাসওয়ার্ড সুরক্ষা ছাড়াও এই হার্ড ড্রাইভে ২৫৬-বিট এইএস হার্ডওয়্যার এনক্রিপশন থাকায় আপনার ব্যক্তিগত এবং মূল্যবান ডেটা সম্পূর্ণ নিরাপদ থাকবে। এটি অনেক রঙের বিকল্পে কেনা যাবে। ৬ টেরাবাইট ড্রাইভের দাম রাখা হয়েছে ১৫,৪৯৯ টাকা। এছাড়া ইউএসবি-সি কম্প্যাটিবিলিটি সহ ড্রাইভটি ১৫,৯৯৯ টাকায় এবং ডাব্লুডি এলিমেন্টস ৬ টিবি ১৫,২৯৯ টাকায় কেনা যাবে।
স্যানডিস্ক প্রোফেশনাল ড্রাইভ এর দাম এবং ফিচার
নতুন স্যানডিস্ক প্রোফেশনাল জি-ড্রাইভ আর্মারএটিডি সমস্ত স্টোরেজ প্রয়োজনের জন্য দুর্দান্ত পছন্দ। শক রেজিস্ট্যান্সের পাশাপাশি এতে রয়েছে আইপি৫৪ রেইন ও ডাস্ট রেজিস্ট্যান্সের সুবিধা। এতে চমৎকার কানেক্টিভিটির কারণে, উচ্চমানের ফটো, ভিডিও এবং অন্যান্য ফাইলগুলি সংরক্ষণ করা খুব সহজ।
দামের কথা বললে, স্যানডিস্ক ব্র্যান্ডিং সহ এই ড্রাইভের দাম ২০,৯৯৯ টাকা। নতুন এই ডিভাইসগুলি ওয়েস্টার্ন ডিজিটাল রিটেইলার, ই-রিটেইলার্স এবং ওয়েস্টার্ন ডিজিটাল স্টোর থেকে কেনা যাবে। চলতি মাসের শেষের দিকে এগুলি বিক্রির জন্য উপলব্ধ হবে।