ফের ২২ লক্ষ ভারতীয়র অ্যাকাউন্ট ব্যান করল WhatsApp, কেন জেনে নিন
গত জুনে ২২ লক্ষেরও বেশি ভারতীয় অ্যাকাউন্ট ব্যান করেছে WhatsApp। সংস্থার 'ইন্ডিয়া মান্থলি রিপোর্ট ইনফরমেশন টেকনোলজি রুলস, ২০২১' থেকে এই তথ্য সামনে এসেছে। রিপোর্টে বলা হয়েছে, উল্লেখিত সময়ে খোদ ব্যবহারকারীদের তরফ থেকে ৬৩২টি অভিযোগ (grievance) পেয়েছে মেসেজিং প্ল্যাটফর্মটি। এছাড়া সংস্থাটি, তাদের নিজস্ব সিকিউরিটি সিস্টেমের মাধ্যমে অযাচিত আচরণের জন্য 'রিপোর্ট' প্রাপ্ত অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে।
গত জুন মাসে ২২ লক্ষেরও বেশি ভারতীয় অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে WhatsApp
হোয়াটসঅ্যাপের একজন মুখপাত্রের বিবৃতি অনুসারে, এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড মেসেজিং পরিষেবা প্রদানকারী প্ল্যাটফর্মগুলির মধ্যে অবমাননাকর আচরণ বা অ্যাবিউজ (abuse) প্রতিরোধে হোয়াটসঅ্যাপ 'ইন্ডাস্ট্রি লিডার' স্বরূপ। এক্ষেত্রে, "প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের নিরাপত্তা প্রদানের উদ্দেশ্যে বিগত বেশ কয়েক বছর ধরে, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সহ অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তিতে ধারাবাহিকভাবে বিনিয়োগ করেছি" বলে জানিয়েছেন এই মুখপাত্র। সাথে, নির্দিষ্ট কোনো অ্যাকাউন্টের বিরুদ্ধে বারংবার রিপোর্ট বা ব্লকিং জাতীয় প্রতিক্রিয়া এলে তার বিরুদ্ধে পদক্ষেপও নিয়ে থাকে হোয়াটসঅ্যাপ।
প্রকাশিত রিপোর্ট অনুসারে, ২০২২ সালের ১লা জুন থেকে ৩০শে জুন পর্যন্ত হোয়াটসঅ্যাপে ২২,১০,০০০টি ভারতীয় অ্যাকাউন্ট ওপেন করা হয়েছিল। যার মধ্যে ২২ লাখ অ্যাকাউন্ট প্ল্যাটফর্ম থেকে ব্যান করা হয়েছে। এই বিষয়ে সংস্থার মুখপাত্র জানিয়েছেন যে, "এই ইউজার-সেফটি রিপোর্টে ব্যবহারকারীদের তরফ থেকে প্রাপ্ত অভিযোগের বিশদ বিবরণ রয়েছে এবং হোয়াটসঅ্যাপ কর্তৃক গৃহীত সংশ্লিষ্ট ব্যবস্থা সম্পর্কিত তথ্যও অন্তর্ভুক্ত আছে। একই সাথে, অবমাননাকর আচরণের বিরোধিতা করার জন্য হোয়াটসঅ্যাপের নিজস্ব কিছু প্রতিরোধমূলক পদক্ষেপও রয়েছে। এই নিয়ম অনুসরণ করে আমাদের প্ল্যাটফর্ম গত জুন মাসে ২.২ মিলিয়নেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে।"
হোয়াটসঅ্যাপ তাদের লেটেস্ট মাসিক রিপোর্টে আরো উল্লেখ করেছে যে, অ্যাকাউন্ট নিষিদ্ধ করার জন্য ৪২৬টি অনুরোধ এসেছিল এবং নিরাপত্তা জনিত কারণে মোট ১৬টি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে প্ল্যাটফর্মে। আর এইসকল প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে ৬৪টি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।