যেকোনো গ্রুপে যোগ দিলেও অন্যেরা জানবে না আপনার নম্বর, WhatsApp আনতে চলেছে অবাক করা ফিচার
বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp (হোয়াটসঅ্যাপ) প্রায়শই নিত্যনতুন ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে থাকে। আর সেই মত প্রতিনিয়ত আপডেট হতে থাকে এর মোবাইল অ্যাপও। সেক্ষেত্রে এবার সম্প্রতি সংস্থাটি এমন একটি নতুন প্রাইভেসি ফিচার নিয়ে কাজ করছে বলে খবর পাওয়া গিয়েছে, যা চালু হলে ইউজাররা কোনো WhatsApp গ্রুপে নিজেদের ফোন নম্বর অন্য মেম্বারদের কাছ থেকে গোপন রাখতে পারবেন। ইতিমধ্যে প্ল্যাটফর্মটির অ্যান্ড্রয়েড বিটায় (ভার্সন ২.২২.১৭.২৩) এই ফিচারটিকে দেখা গিয়েছে। তবে যেহেতু ফিচারটি এখনও বিকাশের পর্যায়ে রয়েছে, তাই বিটা টেস্টাররা এই মুহূর্তে এটি ব্যবহার করতে পারবেন না।
চাইলেই গ্রুপের নির্দিষ্ট মেম্বারদের থেকে গোপন রাখা যাবে নিজের নম্বর
এমনিতে হোয়াটসঅ্যাপের রকমারি গ্রুপে মেম্বার হয়ে থাকেন ইউজাররা। কিন্তু অনেক সময়েই হয় যে পরিচিত-ব্যক্তিগত গ্রুপ বা পাবলিক গ্রুপগুলিতে যোগদান করতে ইউজাররা স্বচ্ছন্দ বোধ করেন না; কারণ তারা নিজের ফোন নম্বর অন্যকে চান না। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার WABetaInfo এবার একটি চমকপ্রদ ফিচারের খবর প্রকাশ্যে এনেছে। তারা জানিয়েছে যে, খুব শীঘ্রই ইউজারদের নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ফোন নম্বর গোপন করার অপশন দিতে পারে মেটা (Meta) মালিকানাধীন সংস্থাটি। এই ফিচারটি বাই-ডিফল্ট ডিঅ্যাক্টিভেট থাকবে; তবে ইউজাররা যখন কোনো গ্রুপে যোগ দেবেন, তখন নির্দিষ্ট কিছু মেম্বারদের থেকে নিজেদের ফোন নম্বর গোপন করার জন্য তারা এই ফিচারটি প্রয়োজনমতো ব্যবহার করতে পারবেন। প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি রোলআউট হবে বলে জানা গেছে।
এদিকে আসন্ন এই গুরুত্বপূর্ণ ফিচারটির সম্পর্কে ইউজারদের সম্যক ধারণা দেওয়ার জন্য WABetaInfo একটি স্ক্রিনশটও শেয়ার করেছে। তারা জানিয়েছে যে, ফিচারটি কেবলমাত্র হোয়াটসঅ্যাপ কমিউনিটির জন্যই উপলব্ধ হবে। তবে যেহেতু ফিচারটি বর্তমানে বিকাশের অধীনে রয়েছে এবং বিটা টেস্টাররা এখনও এটি ব্যবহারের সুযোগ পাননি, তাই কবে নাগাদ এটির স্টেবল রোলআউট হবে, সে সম্পর্কে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
গ্রুপের যেকোনো মেসেজ সবার জন্য ডিলিট করতে পারবেন অ্যাডমিনরা
এর পাশাপাশি গ্রুপ চ্যাটিংয়ের মান আরো উন্নত করে তুলতে WhatsApp শীঘ্রই আর-একটি নতুন ফিচার রোলআউট করবে বলে জানা গিয়েছে। তবে এর সুবাদে গ্রুপে অ্যাডমিনদের নিয়ন্ত্রণ বাড়বে, কারণ ফিচারটি একবার রোলআউট হলে গ্রুপের মেসেজ সবার জন্য ডিলিট করার ক্ষমতা পাবেন অ্যাডমিনরা। WABetaInfo-র আগের রিপোর্ট অনুযায়ী, আসন্ন ফিচারটি 'অ্যাডমিন ডিলিট' (Admin Delete) নামে আসবে।
এক্ষেত্রে ফিচারটির আগমন ঘটলে অ্যাডমিন কোনো মেসেজ গ্রুপ থেকে ডিলিট করলে বাকি মেম্বাররা একটি নোটিফিকেশন পাবেন, অর্থাৎ অ্যাডমিন কোন মেসেজটি ডিলিট করলেন সে সম্পর্কে গ্রুপের সকলেই জানতে পারবেন (ডিলিট ফর এভরিওয়ান অপশনের মতই)। বর্তমানে এই ফিচারটি বিটা টেস্টারদের জন্য উপলব্ধ রয়েছে, তবে খুব শীঘ্রই সবাই এটি ব্যবহারের সুযোগ পাবেন বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।