X দিচ্ছে আয়ের দুর্দান্ত সুযোগ, ভিডিও ছাড়াই কেবল পোস্ট করে হবে অনলাইনে ইনকাম

Update: 2024-10-11 16:01 GMT

বিজ্ঞাপন ছাড়াই এবার আয় করতে পারবে X (আগে টুইটার) ক্রিয়েটররা। ইলন মাস্কের সংস্থাটি তাদের মনিটাইজেশন পলিসিতে পরিবর্তন এনেছে। আগে X ক্রিয়েটররা কেবল বিজ্ঞাপন থেকেই আয় করতে পারতেন। তবে এখন ক্রিয়েটররা বিভিন্ন পোস্টের এনগেজমেন্টের উপর উপর ভিত্তি করেও আয় করতে পারবে। অর্থাৎ পোস্টের লাইক, শেয়ার থেকেও ইনকাম করার সুযোগ দেবে X। তবে প্রিমিয়াম ইউজারদের রিয়্যাকশনের ভিত্তিতে ক্রিয়েটররা আয়ের সুযোগ পাবে বলে জানা গেছে।

উল্লেখ্য, X এর একরকম বিজ্ঞাপন নীতি নিয়ে বিরক্ত ছিল বিজ্ঞাপন দাতারা। এছাড়া প্রিমিয়াম ব্যবহারকারীদের কাছেও তারা পৌঁছাতে পারছিল না। ফলে অনেক বিজ্ঞাপনদাতা অন্য প্ল্যাটফর্মে চলে যেতে শুরু করেছেন। পাশাপাশি ক্রিয়েটররাও বেশি আয়ের সুযোগ পাচ্ছিলেন না। সেই কারণেই X তাদের প্ল্যাটফর্মের মনিটাইজেশন পলিসিতে পরিবর্তন আনল।

এখন থেকে ক্রিয়েটররা যেকোনো পোস্ট করলে এবং সেই পোস্ট অনেকের কাছে পৌঁছালে বা লাইক শেয়ার পেলে আয় করার সুযোগ পাবেন। তবে X বা Twitter ঠিক কত শতাংশ আয়ের অংশ নিজেদের কাছে রাখবে এবং কত শতাংশ ক্রিয়েটরদের দেবেন তা নিশ্চিত করেননি। তবে বিজ্ঞাপন ছাড়াও আয়ের দ্বিতীয় সুযোগ পেয়ে ক্রিয়েটররা নিশ্চয়ই খুশি হবেন।

X এর নতুন পলিসির অসুবিধা

ক্রিয়েটররা এখন থেকে X এর মাধ্যমে বেশি আয় করার সুযোগ পেলেও নতুন পলিসির একটি খারাপ দিকও আছে। আসলে বিজ্ঞাপন ছাড়াই আয় হলে ক্রিয়েটররা এখন সাধারণ পোস্ট বেশি করবে। এছাড়া তারা চেষ্টা করবে বিভিন্ন পোল বা ইউজারের রিয়্যাকশন পাওয়া যায় সেই ধরনের পোস্ট বেশি করতে। ঠিক একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছে Instagram এর Threads প্ল্যাটফর্ম। তাই এখন দেখার নতুন পলিসি এনে X কতটা সফল হয়।

Tags:    

Similar News