108 মেগাপিক্সেল ক্যামেরার সাথে Xiaomi 12 Lite 5G শীঘ্রই লঞ্চ হবে, লাইভ ছবি ফাঁস

By :  ANKITA
Update: 2022-04-28 10:54 GMT

২০২১-এর শেষলগ্নে শাওমি চীনে তাদের Xiaomi 12 ফ্ল্যাগশিপ সিরিজ লঞ্চ করেছিল। এই লাইনআপে আত্মপ্রকাশ ঘটে Xiaomi 12, Xiaomi 12 Pro, এবং Xiaomi 12X-এর। আবার সংস্থাটি ডাউনগ্রেড স্পেসিফিকেশন সহযোগে Xiaomi 12 Lite 5G বলে একটি মিড-রেঞ্জ স্মার্টফোনের উপরে কাজ করছে বলে জল্পনা শোনা যাচ্ছে। সম্প্রতি ডিভাইসটির সম্পর্কে কিছু তথ্য সামনে এসেছিল৷ আর এখন ফাঁস হল লাইভ ছবি।

Xiaomi 12 Lite 5G ডিজাইন

চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো থেকে সংগ্রহ করে শাওমি ১২ লাইট ৫জি হ্যান্ডসেটের সামনের ও পিছনের দিকের ছবি শেয়ার করেছে টিপস্টার অভিষেক যাদব। স্মার্টফোনটির পিছনে একটি বড় ক্যামেরা ও দু'টি ছোট সেকেন্ডারি ক্যামেরা দেখা গিয়েছে। সেন্সরগুলি একটি আয়তকার ক্যামেরা মডিউলের মধ্যে অবস্থিত।

এলইডি ফ্ল্যাশের পাশে ১০৮ মেগাপিক্সেল লেখা থাকার কারণে নিশ্চিত হওয়া যায় যে, শাওমি ১২ লাইট ৫জি-এর মেইন ক্যামেরাটি হবে ১০৮ মেগাপিক্সেলের। ফোনটিতে ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে। স্ক্রিনের মাঝখানে সেলফি ক্যামেরার জন্য একটি বড় পাঞ্চ-হোল কাটআউট বর্তমান। শাওমি ১২ লাইট ৫জি শীঘ্রই লঞ্চ হবে বলে আশা করা যায়।

Xiaomi 12 Lite 5G স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

রিপোর্ট অনুযায়ী, Xiaomi 12 Lite 5G হ্যান্ডসেটে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে থাকবে। সিকিউরিটির জন্য স্ক্রিনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইন্টিগ্রেট করা হবে। স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসরের সাথে আসবে। উপলব্ধ হবে ৬ জিবি / ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে। এছাড়া, শাওমি ১২ লাইট ৫জি-এর সামনে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে বলে অনুমান করা হচ্ছে।

Tags:    

Similar News