বহু প্রতীক্ষিত Xiaomi 12 Ultra আসছে এই সময়ে, ক্যামেরা, ব্যাটারি, পারফরম্যান্সে মন‌ ভরে যাবে

Update: 2022-03-23 14:29 GMT

গতবছর ডিসেম্বরে Xiaomi 12 ফ্ল্যাগশিপ সিরিজের অধীনে চীনের বাজারে পা রেখেছে Xiaomi 12, 12X এবং 12 Pro- এই তিনটি স্মার্টফোন। তবে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে এই লাইনআপের চতুর্থ ও সবচেয়ে প্রিমিয়াম মডেল হিসেবে Xiaomi 12 Ultra শীঘ্রই বাজারে পা রাখবে। মনে করা হচ্ছে এই ফোনটি গতবছর লঞ্চ হওয়া Xiaomi Mi 11 Ultra- এর উত্তরসূরি হিসেবে আসবে। সূত্র মারফৎ জানা গেছে এই স্মার্টফোনটি একটি Snapdragon 8 Gen 1 Plus প্রসেসর দ্বারা চালিত হতে পারে, যা Xiaomi 12 Pro-এ থাকা Snapdragon 8 Gen 1-এর আপগ্রেড সংস্করণ হবে এবং Xiaomi 12 Ultra-এ ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৮৬০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। আর এবার একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে, শাওমির এই বহু চর্চিত ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি আগামী মে মাসেই চীনের বাজারে লঞ্চ হবে।

Xiaomi 12 Ultra আগামী মে মাসেই চীনের বাজারে পা রাখবে

প্রাইসবাবা (Pricebaba)-এর নতুন রিপোর্ট অনুযায়ী, টিপস্টার মুকুল শর্মা (@stufflistings) জানিয়েছেন, শাওমি ১২ আল্ট্রা মে মাসে চীনে উন্মোচিত হবে। চীনে লঞ্চ হওয়ার পর স্মার্টফোনটি গ্লোবাল মার্কেটেও আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে। প্রসঙ্গত, শাওমি ১২, শাওমি ১২ প্রো এবং শাওমি ১২এক্স- মডেলগুলি গত বছরের শেষের দিকে চীনে আত্মপ্রকাশ করার পর, গত ১৫ মার্চ গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়। যদিও শাওমির তরফে এখনও আনুষ্ঠানিকভাবে শাওমি ১২ আল্ট্রা-এর স্পেসিফিকেশন বা লঞ্চের সময়সূচী সম্পর্কে কোনও তথ্যই প্রকাশ করা হয়নি।

জানিয়ে রাখি, 2206122SC মডেল নম্বর সহ এই শাওমি স্মার্টফোনটিকে গত মাসে আইএমইআই (IMEI) ডেটাবেসে দেখা গিয়েছিল। Xiaomi 12 Ultra-এর কোডনেম Xiaomi L2S, যেখানে Xiaomi 12 Pro-এর কোডনেম ছিল "L2"৷ এই হ্যান্ডসেটে অঘোষিত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্লাস ব্যবহার করা হবে বলে জানা গেছে, যা ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জন্য স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেটের উত্তরসূরি হতে পারে বলে অনুমান করা হচ্ছে এবং এটি চলতি বছরের দ্বিতীয়ার্ধে আত্মপ্রকাশ করতে পারে।

উল্লেখ্য, এর আগে জানা গেছে, Xiaomi 12 Ultra ৬.৬ ইঞ্চির ২কে (2K) অ্যামোলেড (AMOLED) কার্ভড ডিসপ্লে সহ আসতে পারে, কিন্তু এতে Mi 11 Ultra-এর মতো সেকেন্ডারি ডিসপ্লে নাও থাকতে পারে। এছাড়া, এই স্মার্টফোনে লেইকা (Leica) ব্র্যান্ডের রিয়ার ক্যামেরা সেটআপও দেখা যাবে বলে জানা গেছে। এছাড়া, পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaomi 12 Ultra-এ ৪,৮৬০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যেটিতে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে।

Tags:    

Similar News