Xiaomi 12S সিরিজ হবে পরিবেশ বান্ধব, ব্যাক প্যানেলে থাকবে সিলিকন লেদার
শাওমি ঘোষনা করেছে যে, তারা আজ অর্থাৎ ৪ জুলাই একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করতে চলেছে, যেখানে বহু প্রতীক্ষিত Xiaomi 12S সিরিজের ডিভাইসগুলির ওপর থেকে পর্দা সরানো হবে। এই সিরিজের অধীনে 12S, 12S Pro ও 12S Ultra-এই মডেলগুলি বাজারে আত্মপ্রকাশ করবে বলেও জানা গেছে। তবে লঞ্চের কয়েকঘন্টা আগে একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে যে, এই নতুন হ্যান্ডসেটগুলির ব্যাক প্যানেলে পরিবেশ-বান্ধব চামড়ার উপাদান ব্যবহার করা হবে, যা স্পর্শে আরামদায়ক হবে এবং ধুলো-ময়লা প্রতিরোধ করবে। এই প্রথম শাওমি পরিবেশ-বান্ধব সিলিকন লেদারের সাথে কোনও ডিভাইস লঞ্চ করতে চলেছে, যা ব্যবহারকারীদের টেক্সচারযুক্ত ও আরামদায়ক অনুভূতি দেবে।
Xiaomi 12S সিরিজের ফোনগুলি আসবে ইকো-ফ্রেন্ডলি সিলিকন লেদার ব্যাকের সাথে
আইটি হোম (IT Home)-এর নতুন রিপোর্টে অনুযায়ী, শাওমি ১২এস সিরিজে ব্যবহৃত এই নতুন ইকো-ফ্রেন্ডলি উপাদানটি ডিভাইসের স্থায়িত্বকে দীর্ঘায়িত করবে। এছাড়া, এতে কাফস্কিন হেড লেয়ার টেক্সচার দেখতে পাওয়া যাবে, যা ডিভাইসটির অনুভূতিকে আরও ত্বক-বান্ধব করবে এবং আরও ভাল গ্রিপ অফার করবে। উল্লেখযোগ্যভাবে, ইকো-ফ্রেন্ডলি সিলিকন লেদারের ব্যাক প্যানেল যুক্ত শাওমি ১২এস হ্যান্ডসেটগুলি এমন সময়ে বাজারে আসছে যখন বেশিরভাগ স্মার্টফোন নির্মাতারাই গ্লাস-ব্যাক প্যানেলের ফোনগুলি বাজারে আনার দিকে বেশি করে ঝুঁকছে। তবে, হাল ফ্যাশনের গ্লাস প্যানেলগুলি ডিভাইসকে প্রিমিয়াম লুক দিলেও, এটি অত্যন্ত পিচ্ছিল ও ভঙ্গুর এবং একে পরিষ্কার রাখাও শক্ত।
প্রসঙ্গত, শাওমি ১২এস লাইনআপে ১২এস, ১২এস প্রো এবং ১২এস আল্ট্রা-এই তিনটি মডেল অন্তর্ভুক্ত থাকবে বলে মনে করা হচ্ছে। এই তিনটি স্মার্টফোনের স্পেসিফিকেশন ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্টের মাধ্যমে সামনে এসেছে। সিরিজের টপ-এন্ড ভ্যারিয়েন্টটি স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসরের পরিবর্তে আপগ্রেডেড স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট দ্বারা চালিত হবে বলে জানা গেছে। এই ফ্ল্যাগশিপ ডিভাইসটিতে জনপ্রিয় ক্যামেরা প্রস্তুতকারী সংস্থা লাইকা (Leica) ব্র্যান্ডিংয়ের সাথে একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা কনফিগারেশনও থাকতে পারে। এই ডিভাইসের ফ্রন্ট প্যানেলটি বেজেল-লেস ডিজাইনের সাথে আসতে পারে এবং এতে একটি পাঞ্চ-হোল ক্যামেরাও থাকবে।
আবার, Xiaomi 12S Ultra কোয়াড-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৩ ইঞ্চির এলটিপিও অ্যামোলেড (AMOLED) প্যানেল সহ আসবে বলে আশা করা হচ্ছে। নিরাপত্তার জন্য, এই ডিভাইসের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ডিসপ্লের মধ্যে এম্বেড করা থাকবে। এই শাওমি ফোনে হারমান কার্ডন স্পিকার, ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.২ মিলবে।
সবশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaomi 12S Ultra-এ ৪,৮০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা ৬৭ ওয়াট ফাস্ট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও, এতে ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির সাপোর্টও পাওয়া যাবে।