দুর্দান্ত ফিচারের Xiaomi 12S Ultra কি গ্লোবাল মার্কেটে পাওয়া যাবে, যা জানাল সংস্থার সিইও...

Update: 2022-07-21 16:32 GMT

কয়েক সপ্তাহ আগেই শাওমি (Xiaomi) হোম মার্কেট চীনে Xiaomi 12 লাইনআপের অধীনে লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে Xiaomi 12S Ultra হ্যান্ডসেটটি উন্মোচন করেছে। এই ফোনে অ্যামোলেড ডিসপ্লে, Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ৪,৮৬০ এমএএইচ ব্যাটারি অন্তর্ভুক্ত রয়েছে। পাশপাশি ডিভাইসটি শাওমি (Xiaomi) এবং জার্মান ক্যামেরা প্রস্তুতকারক লাইকা (Leica)-এর পার্টনারশিপটিকেও তুলে ধরে৷ বর্তমানে Xiaomi 12S Ultra চীনা বাজারে কেনার জন্য উপলব্ধ হয়েছে। লঞ্চ ইভেন্টে ফোনটির গ্লোবাল মার্কেটে উপলব্ধতা নিয়ে কিছু জানানো হয়নি। তবে এখন, শাওমির সিইও (CEO) লেই জুন Xiaomi 12S Ultra-এর লভ্যতা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ন তথ্য প্রকাশ করেছেন।

Xiaomi 12S Ultra শুধুমাত্র চীনেই মিলবে

লেই জুন মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো (Weibo)-এর একটি পোস্টে নিশ্চিত করেছেন যে, লেটেস্ট শাওমি ১২এস আল্ট্রা শুধুমাত্র চীনা বাজারে বিক্রি হবে এবং চীনের বাইরে কোনও দেশের মার্কেটে এটি কেনার জন্য উপলব্ধ হবে না। তবে তিনি এও জানিয়েছেন যে, আগামী বছরে পরবর্তী প্রজন্মের যে মডেলগুলি আসতে চলেছে, সেগুলি গ্লোবাল মার্কেটেও উন্মোচিত হতে পারে।

জানিয়ে রাখি, শাওমি ১২এস আল্ট্রা-এ ৬.৭৩ ইঞ্চির এলটিপিও ২.০ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ২কে রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,৫০০ নিট পিক ব্রাইটনেস এবং ৫২১পিপিআই পিক্সেল ঘনত্ব অফার করে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ পাওয়া যাবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম ইন্টারফেসে রান করে।

এছাড়া ফটোগ্রাফির জন্য, Xiaomi 12S Ultra-এর ব্যাক প্যানেলে লাইকা সামিক্রন (Leica Summicron) লেন্স সিস্টেম রয়েছে। এই ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৯৮৯ প্রাইমারি সেন্সর, ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ৪৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স উপস্থিত রয়েছে। আর সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনের সামনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। Xiaomi 12S Ultra ৪,৮৬০ এমএএইচ ব্যাটারি দ্বারা চালিত, যা ৬৭ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং, ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং এবং ১০ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করে।

Tags:    

Similar News