Xiaomi 12T বাজারে আসছে Dimensity 8100 আল্ট্রা প্রসেসরের সাথে, পেল NBTC থেকে অনুমোদন
জনপ্রিয় ইলেকট্রনিক্স নির্মাতা শাওমি বর্তমানে তাদের Xiaomi 12T সিরিজের ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলি গ্লোবাল মার্কেটে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। স্মার্টফোন সংস্থাটি গত বছর সেপ্টেম্বর মাসে পূর্বসূরি Xiaomi 11T লাইনআপটি উন্মোচন করেছে। আপকামিং Xiaomi 12T এবং 12T Pro মডেলগুলি আগামী মাসেই আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। আর এখন আসন্ন লঞ্চের আগে, 12T সিরিজের স্ট্যান্ডার্ড মডেলটি থাইল্যান্ডের এনবিটিসি (NBTC) কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন লাভ করেছে। চলুন এই নতুন শাওমি ফোনটির সম্পর্কে সার্টিফিকেশন সাইটের তালিকা থেকে কি কি তথ্য উঠে এল, জেনে নেওয়া যাক।
Xiaomi 12T পেল NBTC-এর অনুমোদন
22071212AG মডেল নম্বর সহ শাওমি ১২টি ফোনটি থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC)-এর সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। যদিও, এই সাইটের তালিকাটি ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে জল্পনা চলছে যে, স্ট্যান্ডার্ড শাওমি ১২টি চিপসেট, প্রাইমারি ক্যামেরা এবং ফাস্ট চার্জিং ক্ষমতার মতো বিভাগে সিরিজের "প্রো" মডেলটির থেকে আলাদা হবে।
প্রসঙ্গত, শাওমি ১২টি-এ মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ আল্ট্রা চিপসেট, ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি বিল্ট-ইন স্টোরেজ থাকবে বলে আশা করা হচ্ছে। এটি ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর যুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপের সাথে আসবে। যদিও এই শাওমি হ্যান্ডসেটটিতে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে, তবে এর ব্যাটারির আকার সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। শাওমি ১২টি-এর দাম প্রায় ৬৪৯ ইউরো (প্রায় ৫২,২১০ টাকা) রাখা হবে এবং এটি ব্ল্যাক, সিলভার এবং ব্লু-এর মতো কালার অপশনগুলিতে বাজারে আসবে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, সাম্প্রতিক রিপোর্টগুলি প্রকাশ করেছে যে, Xiaomi 12T Pro-তে ৬.৬৭ ইঞ্চির ওলেড ডিসপ্লে থাকবে, যা ১,২২০ x ২,৭১২ পিক্সেল রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এতে নিরাপত্তার জন্য একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে, যার সাথে ৮ জিবি / ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত থাকতে পারে। 12T Pro অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করবে বলে আশা করা যায়।
আবার, Xiaomi 12T Pro-এর ব্যাক প্যানেলে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা ইউনিট দেখা যেতে পারে। আর সেলফির জন্য, ফোনের সামনে ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaomi 12T Pro ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে৷ এছাড়া, ফোনটি ব্ল্যাক, সিলভার এবং ব্লু-এই তিনটি কালার অপশনে বেছে নেওয়া যাবে এবং ইউরোপের বাজারে 12T Pro-এর দাম ৮৪৯ ইউরো (প্রায় ৬৮,৩০০ টাকা) রাখা হতে পারে।