Android 12 অপারেটিং সিস্টেমের ঘোষণা হয়েছিল গত বছর। ২০২১-এর মে মাসে প্রথম বেটা রিলিজ করা হয়। তারপর অক্টোবর থেকে সর্বসাধারণের জন্য রোলআউট চালু করে স্মার্টফোন নির্মাতারা। বাজারে উপলব্ধ বেশিরভাগ যোগ্য হ্যান্ডসেট ইতিমধ্যেই ওই আপডেট পেয়ে গিয়েছে। কিন্তু এখনও কিছু মডেল লেটেস্ট অপারেটিং সিস্টেমে আপগ্রেড হয়নি। তাদের মধ্যে অন্যতম Xiaomi 12X। চীনে লঞ্চ হয়েছিল গত বছরের ডিসেম্বরে। এবার শাওমি গ্লোবাল মার্কেটে তাদের এই ফ্ল্যাগশিপ ফোনে Android 12 আপডেট রোলআউট করেছে।
গত মার্চে বিশ্ববাজারে Xiaomi 12 ও Xiaomi 12 Pro-এর সাথে Xiaomi 12X লঞ্চ হয়েছিল। প্রথম দুই ফ্ল্যাগশিপে Android 12 নির্ভর MIUI 13.5 প্রি-ইনস্টলড থাকলেও, কিছুটা সাশ্রয়ী মূল্যের Xiaomi 12X এসেছিল Android 11-এর সাথে। প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফোনটির অপারেটিং সিস্টেমকে Android 12-এ আপডেট করছে শাওমি।
রিপোর্ট অনুযায়ী, Android 12-এর জন্য লেটেস্ট অ্যান্ড্রয়েডের বিল্ড নম্বর V13.0.1.0.SLDMIXM। আপডেটের সাইজ ৩.১ জিবি। অফিসিয়াল চেঞ্জলগ বলছে, নতুন অ্যান্ড্রয়েডের সমস্ত ফিচারের সাথে এতে ২০২২-এর এপ্রিলের সিকিউরিটি প্যাচ বান্ডেল করা হয়েছে। যা সমস্ত বাগ ও সিকিউরিটির ঝুঁকি দূর করবে।
Xiaomi 12X-এর স্পেসিফিকেশনগুলির প্রসঙ্গে আসলে এতে ৬.২৮ ইঞ্চি ওলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮৭০ অক্টা-কোর প্রসেসর, ৫০মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল + ১৩ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, একটি ৩২ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা, এবং ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং-সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।