দু বছরে বিক্রি হয়েছে ৭০ লাখের বেশি 5G স্মার্টফোন! এই সেগমেন্টেও ভারত সেরা Xiaomi?
5G (৫জি) পরিষেবাকে ঘিরে দেশবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষা এবং টেলিকম কোম্পানিগুলির গভীর অধ্যাবসায় অবশেষে কার্যকরী হতে চলেছে। চলতি বছর শেষ হওয়ার আগেই নতুন নেটওয়ার্ক উপলব্ধ হবে বলে ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে। তবে লঞ্চের আগেই 5G-র কারণে সম্প্রতি নতুন রেকর্ড তৈরি করে বসেছে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Xiaomi (শাওমি)। আসলে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক পরিষেবা উপলব্ধ না হলেও, বিগত বছরগুলিতে বিভিন্ন কোম্পানি 5G সাপোর্টযুক্ত প্রচুর স্মার্টফোন বাজারে এনেছে; আর প্রথম থেকেই এই স্মার্টফোনগুলি গ্রাহকমহলে বেশ সাড়া পেয়েছে। তবে এখন ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন বা IDC (আইডিসি) একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে যে এক্ষেত্রে মানে ভারতে 5G স্মার্টফোন বিক্রিতে Xiaomi একটি মাইলফলকে পৌঁছেছে; গত দুবছরে (২০২০ সালের মে থেকে এই বছরের জুন পর্যন্ত) এই সংস্থা পুরো ৭ মিলিয়ন অর্থাৎ ৭০ লাখ 5G স্মার্টফোন বিক্রি করেছে। নিঃসন্দেহে এ এক চমকপ্রদ ব্যাপার!
ভারতে Xiaomi-র ব্যবসা ৮ বছর পূর্ণ হয়েছে
সম্প্রতি শাওমি ভারত অর্থাৎ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বাজারে তাদের ব্যবসার ৮ বছর সম্পূর্ণ করেছে। এই কয়েক বছরে তারা একের পর এক সেরা স্মার্টফোন গ্রাহকদের উপহার দিয়েছে। তবে এদেশে সংস্থার প্রথম ৫জি স্মার্টফোন ছিল Mi 10 5G (এমআই ১০ ৫জি)। এরপরে শাওমি Mi 10T 5G এবং Mi 10T Pro 5G নামে দুটি স্মার্টফোন চালু করে৷
আইডিসির রিপোর্ট অনুযায়ী, গত বছর অর্থাৎ ২০২১ সালের জানুয়ারীতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ৫জি স্মার্টফোন ছিল ওই এমআই ১০ ৫জি, যার দাম ২০,৯৯৯ টাকা থেকে শুরু।
Xiaomi-র সস্তা 5G স্মার্টফোন
গত বছরের মাঝামাঝি সময় থেকে সংস্থাটি আরো কম দামে এদেশে ৫জি ফোন আনে। ওই মুহূর্তে কোম্পানি মাত্র ১৩,৯৯৯ টাকায় Redmi Note 10T 5G-র মত মডেল লঞ্চ করে। এর কিছু সময় পর শাওমির সাবব্যান্ড পোকো (Poco) ভারতে Poco M4 5G লঞ্চ করে, যার দাম মাত্র ১০,৯৯৯ টাকা। তবে শুধু এই কয়েকটি হাতেগোনা ৫জি ফোন নয়, বরঞ্চ Xiaomi 11 Lite NE 5G, Redmi K50i 5G ইত্যাদি বহু আকর্ষণীয় ৫জি স্মার্টফোন বিক্রি করে এই সেগমেন্টে সংস্থা অন্যদের পেছনে ফেলেছে।