ভারতে আসছে HyperOS ওএস, প্রথম আপডেট পাবে Xiaomi 13 Pro ও Pad 6?

Update: 2024-01-02 04:56 GMT

Xiaomi চলতি সপ্তাহে ভারতে Redmi Note 13 সিরিজ লঞ্চ করতে চলেছে। আসন্ন এই সিরিজ ইতিমধ্যেই চীনে লঞ্চ হয়েছে। আশা করা হচ্ছে একই স্পেসিফিকেশন সহ ডিভাইসগুলি বিশ্ববাজারে পা রাখবে। তবে তার আগে আজ Xiaomi India এক্স প্ল্যাটফর্মে ভারতে HyperOS আগমনের কথা জানালো। এই অপারেটিং সিস্টেমটি MIUI এর পরিবর্তে ফোনে ব্যবহার করা হবে।

ভারতে আসছে Xiaomi HyperOS

শাওমি ইন্ডিয়া আজ জানিয়েছে যে, তাদের নতুন অপারেটিং সিস্টেম HyperOS ভারতে আসছে। শীঘ্রই এই ওএস সম্পর্কে আরও বিস্তারিত জানানো হবে। আশা করা যায় ৪ জানুয়ারি Redmi Note 13 সিরিজের সাথে এই কাস্টম ওএস ভারতে আসবে। যদিও ভারতে কোন ফোনে প্রথম HyperOS পাওয়া যাবে তা নিশ্চিত করা হয়নি। তবে কিছুদিন আগে একটি রিপোর্টে বলা হয়েছিল, ভারতে Xiaomi 13 Pro ও Xiaomi Pad 6 নতুন ওএস আপডেট পেতে চলেছে।

উল্লেখ্য, চীনের পর গতমাসেই HyperOS গ্লোবাল মার্কেটেও লঞ্চ হয়েছে। মোট আটটি Xiaomi ও Redmi ডিভাইস এবং একটি Poco ফোন ২০২৪ সালের প্রথম কোয়ার্টারে এই ওএস এর আপডেট পাবে। এছাড়াও পরবর্তীতে ডিভাইসের সংখ্যা আরও বাড়ানো হবে।

জানিয়ে রাখি, HyperOS কাস্টম স্কিন Linux ও শাওমির ভেলা সিস্টেমের ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটির সাইজ অনেক কমপ্রেস করা হয়েছে। আবার এতে ইমেজ সার্চ সহ বিভিন্ন এআই ফিচার উপস্থিত।

Tags:    

Similar News