ভারতের এক নম্বর স্মার্ট টিভি ব্র্যান্ডের খেতাব Xiaomi-র ঝুলিতে, চার বছরে বিক্রি হয়েছে ৮০ লক্ষ স্মার্ট টিভি

By :  techgup
Update: 2022-07-14 06:52 GMT

বিগত বেশ কয়েক বছর ধরে একের পর এক চমকপ্রদ প্রোডাক্ট বাজারে এনে, ইউজারদেরকে সন্তুষ্ট করে তাদের মনের মণিকোঠায় পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে জনপ্রিয় চীনা কোম্পানি Xiaomi (শাওমি)। হ্যাঁ, নিত্যনতুন স্মার্টফোন মডেলের পাশাপাশি অন্যান্য ক্যাটাগরিতে হরেক রকমের প্রোডাক্ট লঞ্চ করে ইতিমধ্যেই দেশের অধিকাংশ মানুষেরই প্রথম পছন্দ হয়ে উঠেছে সংস্থাটি, আর এর সুবাদেই তারা বাজারে একের পর এক নতুন রেকর্ড গড়ে চলেছে। সেক্ষেত্রে সম্প্রতি পাওয়া খবর বলছে, চীনা টেক জায়ান্টের ভারতীয় শাখা অর্থাৎ Xiaomi India (শাওমি ইন্ডিয়া) এবার টেলিভিশন সেগমেন্টে একটি নতুন মাইলফলক স্পর্শ করেছে। সংস্থাটি চার বছরেরও বেশি সময় ধরে দেশের অনলাইন এবং অফলাইন চ্যানেলগুলিতে ৮ মিলিয়ন (৮০ লক্ষ) স্মার্ট টিভি বিক্রি করেছে বলে জানা গিয়েছে, যা যেকোনো কোম্পানির ক্ষেত্রেই নিঃসন্দেহে এক অভূতপূর্ব সাফল্য।

আইডিসির ওয়ার্ল্ডওয়াইড কোয়ার্টারলি স্মার্ট হোম ডিভাইস ট্র্যাকারের মে মাসের রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের প্রথম ত্রৈমাসিকেই শাওমি ভারতে এক নম্বর স্মার্ট টিভি ব্র্যান্ডের শিরোপা অর্জন করেছে। অর্থাৎ ভারতে সবচেয়ে বেশি স্মার্টফোন বিক্রির পাশাপাশি, সেরা টিভি বিক্রেতা হয়ে উঠেছে শাওমি। প্রসঙ্গত উল্লেখ্য, এই কোম্পানিটি ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ভারতে তাদের প্রথম এমআই টিভি (Mi TV) লঞ্চ করেছিল। এখন, তারা নিজস্ব 'শাওমি' ব্র্যান্ডিং এবং রেডমি (Redmi) ব্র্যান্ডিংয়ের অধীনে ইউজারদেরকে বাজেট, মিড-রেঞ্জ এবং প্রিমিয়াম রেঞ্জে একাধিক স্মার্ট টেলিভিশন অফার করে।

https://twitter.com/XiaomiTVIndia/status/1547110399363141632?

কীভাবে ভারত সেরা টিভি বিক্রেতা হয়ে উঠল Xiaomi?

একথা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না যে, এই ব্র্যান্ডের টেলিভিশনগুলি একগুচ্ছ চিত্তাকর্ষক স্পেসিফিকেশন অফার করে। যেমন, শাওমি এবং রেডমির টিভিগুলি প্যাচওয়াল (PatchWall) ইউআই দ্বারা চালিত, যা বিশেষভাবে ভারতীয় গ্রাহকদের জন্যই ডিজাইন করা হয়েছে। এটি ১৫টিরও বেশি ভাষায় ৩০টির অধিক আন্তর্জাতিক এবং ভারতীয় কনটেন্ট পার্টনার অফার করে। আবার টিভিগুলির গুণমানও বেশ প্রশংসনীয়। এই এতকিছু উল্লেখযোগ্য তথা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের সুবাদেই সংস্থাটি হালফিলে এই অভাবনীয় রেকর্ড করতে সক্ষম হয়েছে।

এই প্রসঙ্গে Xiaomi India-র চিফ বিজনেস অফিসার রঘু রেড্ডি (Raghu Reddy) জানিয়েছেন যে – গত চার বছরে সংস্থার স্মার্ট টিভি পোর্টফোলিওটি ব্যাপকভাবে সুসমৃদ্ধ হয়েছে এবং টিভিগুলির বিক্রির পরিমাণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কোম্পানির টিভি মডেলগুলি যেভাবে ব্যবহারকারীদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে, সেক্ষেত্রে তারা ইউজারদেরকে সন্তুষ্ট করতে পেরে অত্যন্ত গর্বিত এবং আপ্লুত। শুধু তাই নয়, এই সাফল্য ধরে রাখতে এবং ভবিষ্যতেও ইউজারদের সন্তুষ্ট রাখতে সংস্থা জোরকদমে কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন রঘু।

Tags:    

Similar News