আগামীকাল শুরু হচ্ছে Xiaomi India-র 'Smart Home Days' সেল, কোন প্রোডাক্টে কী অফার পাওয়া যাবে?
Xiaomi (শাওমি) ব্র্যান্ড প্রেমীদের জন্য এসে গিয়েছে এক দারুণ সুখবর! সম্প্রতি Xiaomi India (শাওমি ইন্ডিয়া) তাদের ”Smart Home Days” (স্মার্ট হোম ডেজ) সেলের দ্বিতীয় সিজনের কথা ঘোষণা করেছে। সমস্ত অফলাইন পার্টনারের পাশাপাশি Mi.com website, Mi Home (এমআই হোম), Flipkart (ফ্লিপকার্ট), Amazon (অ্যামাজন) সহ একাধিক প্ল্যাটফর্মে এই সেলটি অনুষ্ঠিত হবে। আগামীকাল, অর্থাৎ ৮ জুন থেকে শুরু হয়ে এই সেল চলবে ১০ জুন পর্যন্ত। তিনদিনব্যাপী এই সেলে Xiaomi-র Smart Home (স্মার্ট হোম) এবং IoT (আইওটি) ইকোসিস্টেম ক্যাটাগরির একাধিক প্রোডাক্টে আকর্ষণীয় অফার এবং ডিলের সুবিধা উপলব্ধ থাকবে। এমনকি সেল চলাকালীন সংস্থার বিভিন্ন প্রোডাক্ট কেনার ক্ষেত্রে ক্রেতারা ৫,০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তাহলে চলুন, আসন্ন সেলটিতে দুর্দান্ত ছাড়ে উপলব্ধ বেশ কয়েকটি প্রোডাক্টের ওপর একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক।
‘Smart Home Days’ সেলে উপলব্ধ অফার এবং ডিসকাউন্টসমূহ
আসন্ন সেলে শাওমির অসংখ্য প্রোডাক্টের উপর আকর্ষণীয় ছাড় পাওয়া যাবে। এই তালিকায় রয়েছে Mi Robot Vacuum-Mop P (এমআই রোবট ভ্যাকুয়াম-মপ পি), Mi Home Security Camera 360° 1080p (এমআই হোম সিকিউরিটি ক্যামেরা ৩৬০° ১০৮০পি), Mi 360 Home Security Camera 2K Pro (এমআই ৩৬০ হোম সিকিউরিটি ক্যামেরা ২কে প্রো), Mi Smart Water Purifier (এমআই স্মার্ট ওয়াটার পিউরিফায়ার) এবং Mi Air Purifier 3 (এমআই এয়ার পিউরিফায়ার ৩)-এর মত গ্যাজেট৷ বাড়ির জন্য একটি স্মার্ট অল-ইন-ওয়ান ক্লিনিং সলিউশন হিসেবে লঞ্চ হওয়া Mi Robot Vacuum-Mop P কিনতে হলে ক্রেতাদের ২৪,৯৯৯ টাকার পরিবর্তে ১৯,৯৯৯ টাকা ব্যয় করতে হবে। অন্যদিকে, সেল চলাকালীন Mi Home Security Camera 360° 1080p এবং Mi 360 Home Security Camera 2K Pro মডেল যথাক্রমে ২০০ টাকা এবং ৩০০ টাকা ছাড়ে কেনা যাবে।
এছাড়াও, গ্রাহকরা ১,০০০ টাকা ছাড়ে Mi Smart Water Purifier (RO + UV) এবং Mi Air Purifier 3 কেনার সুযোগ পাবেন। তবে আসন্ন সেলে সংস্থার অন্যান্য একাধিক স্মার্ট হোম প্রোডাক্টও অত্যন্ত সস্তায় কেনা যাবে যার মধ্যে রয়েছে Mi LED Smart Bulb (এমআই এলইডি স্মার্ট বাল্ব), Mi Smart LED Desk Lamp 1S (এমআই স্মার্ট এলইডি ডেস্ক ল্যাম্প ১এস), Mi Smart Bedside Lamp 2 (এমআই স্মার্ট বেডসাইড ল্যাম্প ২) এবং Mi Router 4A Gigabit Edition (এমআই রাউটার ৪এ গিগাবিট এডিশন)। এই ডিভাইসগুলিতে উপলব্ধ ডিসকাউন্ট এবং অফার সম্পর্কে বিস্তারিতভাবে জানতে ক্রেতারা এই ওয়েবসাইটটি ভিসিট করতে পারেন – https://rb.gy/sq8l2v
Xiaomi-র অন্যান্য অফার এবং ক্যাম্পেইন
চীনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাটি আরও জানিয়েছে যে, ইউজারদেরকে আকর্ষিত করতে সংস্থাটি Mi.com-এ “The Wipeout Sale” (দ্য ওয়াইপআউট সেল)-এর মতো একাধিক এক্সক্লুসিভ অ্যাক্টিভিটির আয়োজন করবে। এর সুবাদে গ্রাহকরা মাত্র ৯৯ টাকায় সংস্থার নির্বাচিত কিছু ডিভাইস কিনতে সক্ষম হবেন। আবার, “Play & Win” (প্লে অ্যান্ড উইন) নামক আর-একটি ক্যাম্পেইন ক্রেতাদের ২৪,৯৯৯ টাকা পর্যন্ত মূল্যের কুপন জেতার সুযোগ দেবে, যা এমআই রোবট ভ্যাকুয়াম মপ-পি এবং এমআই সিকিউরিটি ক্যামেরা ৩৬০-এর মতো প্রোডাক্টগুলি কেনার ক্ষেত্রে গ্রাহকরা ব্যবহার করতে পারবেন।
অন্যদিকে, সংস্থার “Reward Mi” (রিওয়ার্ড এমআই) ইভেন্ট ব্যবহারকারীদের ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কুপনের (Mi.com-এ একচেটিয়াভাবে উপলব্ধ বিদ্যমান অফারের পাশাপাশি) ফায়দা উঠাতে সহায়তা করবে। এছাড়াও, Xiaomi-র “Bundle Bumper Offer” (বান্ডেল বাম্পার অফার)-এর সৌজন্যে ব্যবহারকারীরা ৭,৪০০ টাকার ছাড়ে এমআই রোবট ভ্যাকুয়াম ক্লিনার, এমআই এলইডি স্মার্ট বাল্ব, এমআই রাউটার ৪এ (গিগাবিট এডিশন) এবং এমআই ৩৬০ হোম সিকিউরিটি ক্যামেরা ২কে প্রো কেনার সুযোগ পাবেন।