Xiaomi MiOS: অ্যান্ড্রয়েডকে টেক্কা দিতে নিজস্ব অপারেটিং সিস্টেম আনছে শাওমি? জল্পনা তুঙ্গে

Update: 2023-08-24 05:58 GMT

শাওমি (Xiaomi)-এর দ্বারা ডেভেলপ করা স্মার্টফোন ইন্ডাস্ট্রির অন্যতম পুরোনো ইউজার ইন্টারফেস (UI) হল MIUI, যা ২০১০ সালে লঞ্চ করা হয়। তবে বিগত কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে কোম্পানি তাদের এই অ্যান্ড্রয়েড সিস্টেমে বদল আনতে চলেছে। সেই মতোই আজ শাওমি প্রযুক্তি অনুরাগীদের চমকে দিয়ে চীনে "MiOS" নামটি রেজিস্টার করেছে। আর MiOS স্কিনটি MIUI-এর বিকল্প হবে বলে মনে করা হচ্ছে। আসুন নতুন এই অপারেটিং সিস্টেমের বিষয়ে কি কি তথ্য এখনও পর্যন্ত সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Xiaomi নতুন অপারেটিং সিস্টেম হিসেবে “MiOS” ট্রেডমার্ক রেজিস্টার করেছে

এমআইওএস-এর ট্রেডমার্ক নিবন্ধনের পর বহু প্রশ্ন উঠে আসছে। যেমন শাওমি কি তাদের ডিভাইসের জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম, এমআইইউআই-এর বিকল্প চালু করার কথা ভাবছে? কিংবা, নতুন এই কাস্টম স্কিনটি কি নির্দিষ্ট ডিভাইস বা নির্দিষ্ট ভৌগোলিক স্থানের মধ্যে সীমাবদ্ধ থাকবে? তবে বর্তমানে, এই প্রশ্নগুলির কোনও সদুত্তর পাওয়া যায়নি। যদিও বিখ্যাত টিপস্টার আইস ইউনিভার্স দাবি করেছেন যে, এমআইওএস এই মুহূর্তে বিকাশের পর্যায়ে রয়েছে।

টিপস্টারের মতে, "MiOS" নামটি এখন শাওমি তাদের প্রোডাক্ট এবং পরিষেবাগুলিতে এক্সক্লুসিভলি ব্যবহার করতে পারে৷ এই মুহূর্তে, নামটি শুধুমাত্র শাওমির সাথেই যুক্ত, এর সাব ব্র্যান্ডগুলির জন্য নয়। এই সম্ভাবনা সম্পর্কে আরেক টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন অবশ্য জানিয়েছেন যে, ব্র্যান্ডটি তাদের MIUI ইন্টারফেসের একটি সম্ভাব্য বিকল্প হিসাবে MiOS ডেভেলপ করছে।

এখনও পর্যন্ত, শাওমি এই জল্পনার বিষয়ে কোনও মন্তব্য করেনি বা আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি। তবে এটি সত্যি হলে, কোম্পানির জন্য প্রশংসনীয় পদক্ষেপ হবে। কারণ তারা সহযোগী দেশীয় ব্র্যান্ড হুয়াওয়ে (Huawei)-এর পদাঙ্ক অনুসরণ করছে এবং অ্যান্ড্রয়েডের বিকল্প তৈরি করছে। প্রসঙ্গত, হুয়াওয়ে এখন তাদের Harmony OS-এর ওপর একচেটিয়াভাবে নির্ভর করে, যা গুগলের অ্যান্ড্রয়েডের সাথে তুলনীয় একটি অপারেটিং সিস্টেম।

এই মুহূর্তে, দুটি সম্ভাবনার কথা সামনে এসেছে। হয় MiOS স্কিনটি ব্র্যান্ডের বর্তমান ইন্টারফেস MIUI প্রতিস্থাপন করবে, যা এর বিভিন্ন স্মার্টফোন এবং ট্যাবলেটে ব্যবহৃত হয়। অন্যদিকে, এই MiOS অ্যান্ড্রয়েডের সাথে তুলনীয় ওএস হতে পারে। যদিও বর্তমানে এই MiOS-কে নিয়ে শাওমির কি পরিকল্পনা, তা এখনও জানা যায়নি। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন তথ্য প্রকাশ্যে আসবে বলে আশা করা যায়।

উল্লেখ্য, এমন একটি গুজবও শোনা যাচ্ছে যে এই MiOS হবে শাওমির প্ল্যাটফর্ম বা অপারেটিং সিস্টেম, যা অদূর ভবিষ্যতে বৈদ্যুতিক যানবাহনে ব্যবহারের জন্য বাজারে প্রকাশিত হবে।

Tags:    

Similar News