মূল্যবৃদ্ধিতে লাগাম টানা যাচ্ছে না, অক্টোবরেও Yamaha-র জনপ্রিয় স্পোর্টস বাইকের দাম বাড়ল

By :  techgup
Update: 2022-11-05 12:03 GMT

লাগাতার মূল্যবৃদ্ধির কবলে দেশের অন্যতম জনপ্রিয় স্পোর্টস বাইক Yamaha YZF-R15 V4। এপ্রিলের পর এই নিয়ে চতুর্থবার মূল্যবৃদ্ধির পথে হাটলো জাপানি সংস্থাটি। দেশের সর্বাধিক বিক্রিত এন্ট্রি লেভেলের স্পোর্টস বাইক হিসেবে প্রভূত জনপ্রিয়তা অর্জন করেছে YZF-R15 বাইকটি। বর্তমানে এর চতুর্থ প্রজন্মের সংস্করণ দাপিয়ে বেড়াচ্ছে ভারতের রাস্তায়। ইতিপূর্বেই চলতি বছরের আগস্ট ও অক্টোবরে এই বাইকের দাম বৃদ্ধির কথা ঘোষণা করে ইয়ামাহা। আর এখন আগের তুলনায় ৫০০ টাকা অতিরিক্ত খরচ হবে এটি কিনতে।

এই মুহূর্তে ভারতের বাজারে YZF-R15 V4-এর যে সংস্করণগুলি পাওয়া যায় সেগুলি হল- R15M, R15 MotoGP Edition, R15 Racing Blue, R15 Black, Red ও Silver। দাম বৃদ্ধির ফলে এই সবকটি মডেলের বর্তমানে এক্স শোরুম মূল্য যথাক্রমে- ১,৯১,৮০০ টাকা, ১,৯২,৪০০ টাকা, ১,৮৪,৪০০ টাকা, ১,৮০,৪০০ টাকা, ১,৭৯,৪০০ টাকা ও ১,৯০,৪০০ টাকা।

প্রসঙ্গত, বিগত প্রায় এক দশকের বেশি সময় ধরে এদেশের মাটিতে বেড়ে ওঠা এই স্পোর্টস বাইকটির অনেকগুলি সংস্করণ প্রত্যক্ষ করেছে ভারতবাসীগন। ডিজাইন, লুক, প্রযুক্তি ও ইঞ্জিনের সক্ষমতার পরিবর্তন ঘটেছে ধাপে ধাপে। বর্তমানে এতে এলইডি হেডলাইট, ডিজিটাল ডিসপ্লে, ডুয়েল চ্যানেল এবিএস, ট্রাকশন কন্ট্রোল ও কুইক শিফ্টার-এর মত আধুনিক ফিচারের দেখা মেলে।

YZF-R15 V4 এর অন্তরের অন্তঃস্থলে রয়েছে ১৫৫ সিসির লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার যুক্ত VVA প্রযুক্তির ইঞ্জিন। সর্বোচ্চ ১০,০০০ আরপিএম গতিতে ১৮.১ বিএইচপি শক্তি ও ৭,৫০০ আরপিএম গতিতে সর্বাধিক ১৪.২এনএম টর্ক উৎপন্ন হয় এই ইঞ্জিন থেকে। সাথে রয়েছে ৬- স্পিড ট্রান্সমিশন সিস্টেম। এছাড়াও বাইকটির সামনে রয়েছে সোনালী রঙের ইউএসডি ফর্ক এবং পিছনে রয়েছে মনোশক সাসপেনশন। ব্রেকিং এর দায়িত্ব সামলাতে উভয় চাকাতেই সিঙ্গেল ডিস্ক লাগানো রয়েছে।

Tags:    

Similar News