Yamaha Ray ZR vs TVS NTorq: ফিচার ও পাওয়ারে কোন স্কুটার এগিয়ে? কেনার আগে জেনে নিন

By :  SUMAN
Update: 2023-02-28 11:12 GMT

ভারতে নতুন নির্গমন বিধির লাগু হওয়া কেবল মাস খানেকের অপেক্ষা। পুরনো বিধি অর্থাৎ বিএস৬ পালনকারী কোনো যানবাহন এপ্রিলের প্রথম দিন থেকে আর বিক্রি করা যাবে না। শিরে সংক্রান্তি দেখে কোম্পানিগুলি তাদের জনপ্রিয় মডেলগুলি ওবিডি-২ নির্গমন বিধি সহায়ক ইঞ্জিন সমেত লঞ্চ করছে। যেমন জাপানি টু হুইলার ব্র্যান্ড ইয়ামাহা (Yamaha) এদেশে সদ্য তাদের হরেক বাইক ও স্কুটার হাজির করেছে। যার মধ্যে রয়েছে Yamaha Ray ZR 125 ও Ray ZR Street Rally। ১২৫ সিসি সেগমেন্টে আবার বাজার কাঁপাচ্ছে TVS NTorq। এই প্রতিবেদনে স্কুটার দুটির তুলনাস্বরূপ আলোচনা রইল।

Yamaha Ray ZR vs TVS NTorq ফিচার্স

TVS NTorq-এ রয়েছে বিল্ট-ইন ল্যাপ টাইমার সহ ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল। স্কুটারটিতে উপস্থিত SmartXonnect, যা বাইকের সাথে ব্লুটুথ-এর মাধ্যমে স্মার্টফোন কানেক্ট করার সুবিধা দেয়। যেখানে মিসড কল, মেসেজ এবং টার্ন বাই টার্ন নেভিগেশন অ্যালার্ট ভেসে ওঠে। আবার শেষ পার্কিং লোকেশন এবং রাইড সংক্রান্ত বিভিন্ন তথ্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার সুবিধা পাওয়া যায় এতে। অন্যান্য ফিচার হিসাবে রয়েছে ইঞ্জিন কিল সুইচ, পাস বাই সুইচ এবং হাই-স্পিড অ্যালার্ট।

অন্যদিকে Ray ZR-এ দেওয়া হয়েছে ব্লুটুথ চালিত Y-connect অ্যাপ। যা প্রতিটি মডেলে ফ্যাক্টরি ফিটেড বিকল্পে উপলব্ধ। অন্যান্য ফিচারের মধ্যে ফুয়েল কনজাম্পশন ট্র্যাকার, লাস্ট পারকিং লোকেশন, রিভার্স ড্যাশবোর্ড সহ অন্যান্য বৈশিষ্ট্যের দেখা মেলে।

Yamaha Ray ZR vs TVS NTorq ইঞ্জিন

ইয়ামাহা রে জেডআর-এ উপস্থিত একটি ১২৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, ফুয়েল ইনজেক্টেড, স্মার্ট মোটর জেনারেটর সিস্টেম ইঞ্জিন। ওবিডি-২ নির্গমন বিধি এবং ই২০ জ্বালানি চালিত মোটরটি থেকে ৮.০৪ বিএইচপি শক্তি এবং ১০.৩ এনএম টর্ক উৎপন্ন হয়। এতে আছে সিভিটি প্রযুক্তি। অন্যদিকে, NTorq 125-এ রয়েছে একটি ১২৪.৭৯ সিসি ইঞ্জীন। যা থেকে ৯ বিএইচপি শক্তি এবং ১০.৫ এনএম টর্ক পাওয়া যায়।

Yamaha Ray ZR vs TVS NTorq দাম

Ray ZR এবং Ray ZR Street Rally (ডিস্ক)-এর দাম যথাক্রমে ৮৯,৫৩০ টাকা ও ৯৩,৫৩০ টাকা (এক্স-শোরুম)। স্কুটার দুটি যথাক্রমে ডার্ক ম্যাট ব্লু এবং লাইট গ্রে ভার্মিলিয়ান ও ম্যাট ব্ল্যাক কালার বিকল্পে বেছে নেওয়া যায়। যেখানে ডিস্ক, ড্রাম এবং রেস এডিশনে উপলব্ধ TVS NTorq-এর মূল্য ৮৫,৩৩৯ টাকা থেকে শুরু করে ৯৮,০০০ টাকা পর্যন্ত (এক্স-শোরুম)।

Tags:    

Similar News