YouTube-এর বড় সিদ্ধান্ত, আর বিনামূল্যে দেখা যাবেনা এই ধরণের ভিডিও

Update: 2022-10-04 13:14 GMT

প্রচলিত প্রবাদ আছে যে, 'Nothing in this world is free' অর্থাৎ এই পৃথিবীতে কোনো কিছুই বিনামূল্যে পাওয়া যায় না। দেখতে গেলে, বর্তমান ইন্টারনেট নির্ভর জীবনের সাথে এই কথাটি অত্যন্ত মানানসই। আসলে কয়েক বছর আগেও ইন্টারনেটে অধিকাংশ কন্টেন্ট বিনা খরচে উপভোগ করা যেত। কিন্তু এখন যত দিন যাচ্ছে, ততই বিভিন্ন প্ল্যাটফর্ম তাদের বেশিরভাগ কন্টেন্ট 'Premium' রেঞ্জের আওতায় আনছে এবং সেগুলির বিনিময়ে ইউজারদের কাছ থেকে টাকা নিচ্ছে। সোশ্যাল মিডিয়া হোক বা OTT, স্ট্রিমিং প্ল্যাটফর্ম – সর্বত্রই এখন একই ছবি। সেক্ষেত্রে আপনি যদি দিনের কিছু সময় YouTube-এ তাহলে আপনার জন্য এখন রয়েছে এই জাতীয় একটি দুঃসংবাদ। কারণ আপনাকে এই জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং দেখার জন্য অর্থ প্রদান করতে হবে। হ্যাঁ ঠিকই পড়েছেন! তবে এর মধ্যে একটি ব্যাপার আছে।

YouTube-এ এই ধরণের ভিডিও দেখতে গেলে লাগবে টাকা

আপনারা অনেকেই জানেন যে, ইউটিউব প্রিমিয়াম নামক সাবস্ক্রিপশন পরিষেবাটি ২০১৮ সালে চালু হয়েছিল। এই পরিষেবার অধীনে, প্ল্যাটফর্মটির ব্যবহারকারীরা কোনো বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখতে পারেন। এর পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজানোর মত কিছু সুবিধাজনক ফিচারও অফার করে ইউটিউব প্রিমিয়াম। তবে এখন শোনা যাচ্ছে যে, প্ল্যাটফর্মে হাই কোয়ালিটির ভিডিও দেখার বিষয়টিকেও সাবস্ক্রিপশনের আওতায় আনা হবে। এর ফলে যারা ৪কে (4K) রেজোলিউশনে ভিডিও দেখেন, তাদের এবার থেকে নির্দিষ্ট টাকা খরচ করতে হবে।

উল্লেখ্য, ইউটিউব কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে কিছু ইউজার বলেছেন যে, তারা বর্তমানে বিনামূল্যে কেবল ১৪৪০ পিক্সেল রেজোলিউশনে ভিডিও দেখতে পাচ্ছেন; ২১৪০ পিক্সেলের বেশি কোয়ালিটিতে ভিডিও দেখতে গেলে তাদের প্রিমিয়াম সার্ভিস নিতে বলা হচ্ছে।

সেক্ষেত্রে এই বিষয়টি যদি সত্যি হয়, তাহলে ইউটিউবের এই সিদ্ধান্ত ইউজারদের (বিশেষ করে ভারতীয় বাজারে) জন্য ব্যয়বহুল বা অস্বস্তির কারণ হতে চলেছে। কারণ এই মুহূর্তে দেশের বেশির ভাগ বাড়িতে ৪কে টিভি রয়েছে এবং প্রচুর মানুষ এই টিভিগুলিতে ভিডিও দেখে। আর, ইউটিউবের এই সিদ্ধান্তের পরে, তাদের অ্যামাজন প্রাইম ভিডিও (Amazon Prime Video) এবং নেটফ্লিক্স (Netflix)-এর মত ইউটিউবের জন্যও অর্থ প্রদান করতে হবে। এছাড়া ইউটিউব এখন ভিডিওতে আনস্কিপেবল্ অ্যাডভারটাইজমেন্ট (বিজ্ঞাপন এড়িয়ে যাওয়া যাবে না) দেখানোর প্রস্তুতি নিচ্ছে।

YouTube Premium-এর খরচ

বলে রাখি, YouTube Premium-এর এক মাসের খরচ ১২৯ টাকা। তবে আগ্রহীরা চাইলে ৩৯৯ টাকা এবং ১,২৯০ টাকা (বার্ষিক প্ল্যান) দিয়েও সাবস্ক্রিপশন নিতে পারবেন।

Tags:    

Similar News