Zee5 অ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর, এবার দেখতে পারবেন ডলবি ভিশন কনটেন্ট

By :  techgup
Update: 2023-12-20 05:17 GMT

সাবস্ক্রাইবারদের দেখার অভিজ্ঞতা বাড়ানোর জন্য Zee5 এবার তাদের প্ল্যাটফর্মে Dolby Vision সাপোর্ট নিয়ে এল। এর ফলে Zee5 এর iOS, Apple TV, Android TV প্ল্যাটফর্মে ডলবি ভিশন কনটেন্ট দেখা যাবে।

ডলবি ভিশন আসলে কি

ডলবি ভিশন একটি হাই-ডায়নামিক রেঞ্জ (এইচডিআর) প্রযুক্তি যা ডলবি ল্যাবরেটরিজ দ্বারা ডেভেলপ করা হয়েছে, যা ডিসপ্লেতে ছবির কনট্রাস্ট, ব্রাইটনেস এবং কালার বাড়িয়ে তোলে।

Zee5 অ্যাপে এই সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে পারবেন Dolby Vision প্রযুক্তি সহ

এই মুহূর্তে জি৫ অ্যাপে ডলবি ভিশন এবং ডলবি অ্যাটমস সহ স্ট্রিমিং হওয়া কনটেন্টগুলির মধ্যে রয়েছে কমল হাসান অভিনীত 'বিক্রম', লেটেস্ট হিন্দি ব্লকবাস্টার 'গদর ২', আকর্ষণীয় বায়োপিক 'তারলা', এবং নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত 'হাদ্দি'।

জি৫ ইন্ডিয়ার চিফ বিজনেস অফিসার মণীশ কালরা জানিয়েছেন, "কনজিউমার ব্র্যান্ড হিসাবে, আমরা সবসময় চেষ্টা করি দর্শক অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়ার।"

Tags:    

Similar News