Airtel: এক রিচার্জে সারাবছর আনলিমিটেড কল, নেই কোনো‌ দৈনিক ডেটা লিমিট

By :  SUPARNAMAN
Update: 2022-09-01 15:12 GMT

প্রিপেইড প্ল্যান বেছে নেওয়ার সময় বিভিন্ন টেলকোর সাবস্ক্রাইবারেরা বর্তমানে, পৃথক পৃথক সুবিধাকে অগ্রাধিকার দিয়ে থাকেন। এক্ষেত্রে কারো পছন্দ দীর্ঘমেয়াদি রিচার্জ বিকল্প, তো কেউ আবার তুলনামূলক কম বা মাসিক ভ্যালিডিটি সহ আগত প্রিপেইড প্ল্যান বেছে নিতে পছন্দ করেন। তবে সত্যি বলতে আলোচ্য দুই ধরনের প্ল্যানেরই কিছু উল্লেখযোগ্য সুবিধাজনক দিক রয়েছে, যা ভিন্ন ভিন্ন চাহিদাযুক্ত ইউজারদের দরকার মিটিয়ে থাকে। বর্তমান প্রতিবেদনে আমরা দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর Bharati Airtel গোষ্ঠীর এমনই এক প্ল্যান সম্পর্কে আলোচনা করবো যা এককালীন ডেটা বেনিফিটের সাথেই সুদীর্ঘ ভ্যালিডিটি সহ বিদ্যমান।

১,৭৯৯ টাকার Airtel প্রিপেইড প্ল্যান বেছে নিন এবং পেয়ে যান এই সুবিধাগুলি

আজ্ঞে হ্যাঁ, এবারে আমরা এয়ারটেলের যে প্রিপেইড প্ল্যানের কথা উল্লেখ করতে যাচ্ছি, তা ১৭৯৯ টাকা মূল্যের সাথে উপলব্ধ। এটি বেছে নিলে ইউজারেরা এককালীন হিসেবে পুরো ২৪ জিবি (GB) ডেটা খরচের সুযোগ পেয়ে যাবেন। অর্থাৎ এক্ষেত্রে ডেটা খরচের সময় ইউজারকে কোনও দৈনিক এফইউপি (FUP) সীমা মেনে চলতে হবেনা। সুতরাং এই প্ল্যান রিচার্জের পরিবর্তে তারা স্বাধীনভাবে ডেটা খরচের সুবিধা পাবেন। প্ল্যানের সাথে লভ্য ডেটা বেনিফিট (২৪ জিবি) নিঃশেষিত হলে 4G ডেটা ভাউচার রিচার্জ করে ইউজারেরা নিজেদের ডেটা চাহিদা মেটাতে পারবেন।

উপরোক্ত ডেটা সুবিধা বাদেও এয়ারটেলের আলোচ্য প্ল্যানটির সাথে ৩৬০০ এসএমএস খরচের সুবিধা মিলবে। তবে সেক্ষেত্রে দিনে ১০০'র বেশি এসএমএস সেন্ড করা যাবেনা, যা ইউজারদের মনে রাখতে হবে। এছাড়াও ১৭৯৯ টাকার এয়ারটেল প্ল্যান বেছে নিলে আনলিমিটেড ভয়েস কল করার স্বাধীনতা পাওয়া যাবে।

এখানেই শেষ নয় বরং এয়ারটেলের ১৭৯৯ টাকার প্ল্যান রিচার্জের ফলে উপভোক্তাগণ বিনামূল্যে Apollo 24/7, Wynk Music ও Hellotunes -এর সাবস্ক্রিপশন এবং ১০০ টাকার FASTag ক্যাশব্যাক লাভের সুযোগ লাভ করবেন। সুতরাং যারা দৈনিক নিতান্ত কম ডেটা খরচে অভ্যস্ত, তাদের পক্ষে এই Airtel প্ল্যান বেশ উপযোগী হতে পারে।

সর্বোপরি জানিয়ে রাখি, ১৭৯৯ টাকা মূল্যে আগত এয়ারটেল প্রিপেইড প্ল্যান ৩৬৫ দিন বা সমগ্র বছরের ভ্যালিডিটি সহ বিদ্যমান। অর্থাৎ একবার আলোচ্য প্ল্যান বেছে নিলে এয়ারটেল ইউজারেরা সারাবছর রিচার্জের দুশ্চিন্তা থেকে রেহাই পাবেন।

Tags:    

Similar News