বিনামূল্যে ইনস্টলেশন, Airtel দিচ্ছে সস্তা প্ল্যানের সাথে আনলিমিটেড ডেটা, 200Mbps পর্যন্ত স্পিড

এয়ারটেলের 899 টাকার প্ল্যানে 100Mbps স্পিড সহ আনলিমিটেড ডেটা পাওয়া যাবে। সাথে সীমাহীন কলিংয়ের সুবিধা এখানে অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি 350 টাকার টিভি চ্যানেল বিনামূল্যে দেখা যাবে।

Update: 2024-11-28 05:37 GMT

আপনি যদি হাই স্পিড ইন্টারনেট এবং আনলিমিটেড ডেটা সহ সেরা ব্রডব্যান্ড রিচার্জ প্ল্যানের সন্ধান করে থাকেন তাহলে Airtel Black এর কাছে আপনার জন্য মনের মতো বিকল্প রয়েছে। এই প্রতিবেদনে আমরা আপনাকে কোম্পানির তিনটি সাশ্রয়ী মূল্যের প্ল্যান সম্পর্কে জানাবো। এই প্ল্যানগুলি 40Mbps থেকে 200Mbps পর্যন্ত স্পিড দেবে। সংস্থাটি এই প্ল্যানগুলির সাথে একটি ল্যান্ডলাইন কানেকশনও দিচ্ছে। পাশাপাশি 350 টাকার টিভি চ্যানেল বিনামূল্যে দেখার সুবিধা পাওয়া যাবে।

শুধু তাই নয়, এয়ারটেল ব্ল্যাকের এই প্ল্যানগুলিতে ডিজনি+ হটস্টার সহ বেশ কয়েকটি OTT অ্যাপের সাবস্ক্রিপশনও মেলে। আর বিশেষ বিষয় হল, এই প্ল্যানগুলির সাথে আপনি বিনামূল্যে ইনস্টলেশনের সুবিধাও পাবেন। ফ্রি ইন্সটলেশনের জন্য আপনাকে 2500 টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। এই অর্থ পরবর্তী বিলের মাধ্যমে অ্যাডজাস্ট করা হবে।

এয়ারটেল ব্ল্যাক 699 টাকার প্ল্যান

এই প্ল্যানে 40Mbps ইন্টারনেট স্পিড পাওয়া যায়। আর এখানে আনলিমিটেড ডেটা অফার করা হয়। এই প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সুবিধাও পাওয়া যায়। আবার 350 টাকার টিভি চ্যানেল বিনামূল্যে দেখার সুবিধাও রয়েছে। সাথে বিনামূল্যে দেওয়া হয় Disney+ Hotstar সাবস্ক্রিপশন। এছাড়া আপনি এয়ারটেল এক্সস্ট্রিম অ্যাপের অ্যাক্সেস পাবেন, যেখান থেকে সোনি লিভ সহ বেশ কয়েকটি ওটিটি অ্যাপের কনটেন্ট দেখা যাবে।

এয়ারটেল ব্ল্যাক 899 টাকার প্ল্যান

এয়ারটেলের এই প্ল্যানে 100Mbps স্পিড সহ আনলিমিটেড ডেটা পাওয়া যাবে। সাথে সীমাহীন কলিংয়ের সুবিধা এখানে অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি 350 টাকার টিভি চ্যানেল বিনামূল্যে দেখা যাবে। আবার গ্রাহকরা এয়ারটেল এক্সস্ট্রিম অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন, যা ডিজনি + হটস্টার এবং 12 টিরও বেশি অন্যান্য ওটিটি অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা দেবে

এয়ারটেল ব্ল্যাক 1099 টাকার প্ল্যান

এই প্ল্যানে আনলিমিটেড ডেটা সহ 200Mbps পর্যন্ত ইন্টারনেট স্পিড পাওয়া যাবে। অন্যান্য প্ল্যানের মতো এটিও আপনাকে 350 টাকার মূল্যের টিভি চ্যানেলে বিনামূল্যে দেখতে দেবে। এই প্ল্যানে Disney+ Hotstar এবং Amazon Prime Video -র সাবস্ক্রিপশন পাওয়া যাবে। উপরন্তু, আপনি এয়ারটেল এক্সস্ট্রিম অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা পাবেন।

Tags:    

Similar News