Airtel Recharge Plans Tariff Hike: রিচার্জ প্ল্যানের দাম বাড়ালো এয়ারটেল, ভ্যালিডিটি অনুযায়ী নতুন মূল্য দেখুন

By :  SUPARNA
Update: 2024-06-28 11:03 GMT

Reliance Jio -এর পর এবার Bharti Airtel টেলিকম সংস্থাও ৩রা জুলাই থেকে মোবাইল শুল্ক বা ট্যারিফ (tariffs) বৃদ্ধি করার ঘোষণা করলো। সংস্থাটি হালফিলে তাদের কিছু নির্বাচিত প্ল্যানের দাম বাড়িয়েছিল ঠিকই, তবে অধিকাংশ প্ল্যানের মূল্য একই রাখা হয়েছিল। তবে ২ বছর পর Airtel ফের পুরো পোর্টফোলিওর ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্ত নিলো। এক্ষেত্রে সংস্থাটি জানিয়েছে যে, আর্থিকভাবে সুস্থসবল একটা ব্যবসা পরিচালনার জন্য 'অ্যাভারেজ রেভেনিউ পার ইউজার' (ARPU) ৩০০ টাকার উপরে বজায় রাখা প্রয়োজন। রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর মাধ্যমে টেলিকম অপারেটরটি গ্রাহকদের আরো ভাল নেটওয়ার্ক প্রযুক্তি প্রদান নিশ্চিত করার পাশাপাশি, স্পেকট্রামে বিনিয়োগ করতে সক্ষম হবে বলেও জানিয়েছে।

Airtel আরো নিশ্চিত করেছে যে, রিচার্জ প্যাকেজগুলির দাম খুব অল্প পরিমানে বাড়ানো হয়েছে। এক্ষেত্রে গ্রাহকদের প্রতিদিন অতিরিক্তভাবে ৭০ পয়সারও কম ব্যয় করতে হবে। বিশেষ করে বাজেট সচেতন গ্রাহকদের কাঁধে যাতে অধিক খরচের বোঝা চেপে না বসে তার জন্য এন্ট্রি-লেভেল প্ল্যানগুলির দাম সামান্য বাড়ানো হয়েছে। নীচে Airtel এর প্রিপেড, পোস্টপেড এবং অ্যাড-অন ডেটা প্ল্যানগুলির নতুন দাম সম্পর্কে আলোচনা করা হল।

দাম বাড়ার পর Airtel এর নতুন প্রিপেড প্ল্যান

  • ১৯৯ টাকার প্ল্যান: আগে এয়ারটেলের এই প্ল্যানের দাম ১৭৯ টাকা ছিল। এখন দাম বেড়ে যা ১৯৯ টাকা হয়ে গেছে। এর সাথে ২৮ দিনের জন্য ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০ এসএমএস পাওয়া যাবে৷
  • ২৯৯ টাকার প্ল্যান: ২৬৫ টাকার এই প্ল্যানের দাম এখন ২৯৯ টাকা করে দেওয়া হয়েছে। এটি ২৮ দিনের জন্য বৈধ থাকবে। এর সাথে দৈনিক ১ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০টি ফ্রি এসএমএস -এর সুবিধা দেওয়া হবে।
  • ৩৪৯ টাকার প্ল্যান: আগে দাম ছিল ২৯৯ টাকা। এখন দাম বেড়ে ৩৪৯ টাকা হয়ে গেছে। এটিও ২৮ দিনের জন্য বৈধ থাকবে। এই প্ল্যানের সাথে দৈনিক ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০ এসএমএস পাওয়া যাবে।
  • ৪০৯ টাকার প্ল্যান: ট্যারিফ হাইক হওয়ার পর ৩৫৯ টাকার এই প্ল্যানটি ৪০৯ টাকা খরচ করে কিনতে হবে। ২০ দিনের মেয়াদের সাথে আসা এই প্ল্যানের সাথে প্রতিদিন ২.৫ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০টি এসএমএস অফার করা হবে।
  • ৪৪৯ টাকার প্ল্যান: আগে দাম ছিল ৩৯৯ টাকা। ৩রা জুলাই থেকে এই প্ল্যান ৪৪৯ টাকায় কিনতে হবে। এর সাথে দৈনিক ৩ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০টি এসএমএস পাওয়া যাবে। এই প্ল্যান ২৮ দিনের জন্য বৈধ থাকবে।
  • ৫০৯ টাকার প্ল্যান: ৪৫৫ টাকার এই প্ল্যানের দাম বেড়ে হল ৫০৯ টাকা। এটি বৈধতাসীমা অর্থাৎ ৮৪ দিনের জন্য ৬ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিনের ১০০টি এসএমএস পাঠানোর সুবিধা দেবে।
  • ৫৭৯ টাকার প্ল্যান: ৪৭৯ টাকার এই প্ল্যানের নতুন দাম ৫৭৯ টাকা। এটি ৫৬ দিনের জন্য বৈধ থাকবে। এর সাথে পাওয়া যাবে - দৈনিক ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০টি এসএমএস।
  • ৬৪৯ টাকার প্ল্যান: আগে ৫৪৯ টাকা দাম ছিল। এই প্ল্যানের দাম এখন ৬৪৯ টাকা হয়ে গেছে। এর সাথে প্রতিদিনের ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০টি এসএমএস এর অ্যাক্সেস দেওয়া হবে। এই প্ল্যানের মেয়াদ ৫৬ দিনের।
  • ৮৫৯ টাকার প্ল্যান: আগে দাম ছিল ৭১৯ টাকা। এখন ৮৫৯ টাকা খসাতে হবে। এটি ৮৪ দিনের জন্য বৈধ থাকবে। এই পরিমাণ টাকা খরচ করে গ্রাহকরা প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০টি এসএমএস করার সুবিধা পাবেন।
  • ৯৭৯ টাকার প্ল্যান: ৮৩৯ টাকার এই প্ল্যানের নতুন দাম ৯৭৯ টাকা। এতে দৈনিক ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০টি এসএমএস করার বিকল্প অন্তর্ভুক্ত। এই প্ল্যানের মেয়াদ ৮৪ দিনের।
  • ১৯৯৯ টাকার প্ল্যান: আগে ১৭৯৯ টাকা দাম ছিল, যা বেড়ে ১৯৯৯ টাকা হয়ে গেছে। এর সাথে ২৪ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০টি এসএমএস পাঠানোর সুবিধা দেওয়া হবে। প্ল্যানটি ৩৬৫ দিনের জন্য বৈধ থাকবে৷
  • ৩৫৯৯ টাকার প্ল্যান: ২৯৯৯ টাকার এই এয়ারটেলের প্ল্যানের দাম বেড়ে এখন ৩৫৯৯ টাকা হয়ে গেছে। গ্রাহকেরা এই প্ল্যান কিনলে, ৩৬৫ দিন বা পুরো ১ বছরের জন্য দৈবিক ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০টি এসএমএস পাঠাতে পারবেন।

এয়ারটেলের ডেটা অ্যাড-অন প্ল্যান:

  • ২২ টাকার প্ল্যান: আগে ১৯ টাকা দাম ছিল। বেড়ে হয়ে গেছে ২২ টাকা। এর সাথে ১ দিনের জন্য ১ জিবি অতিরিক্ত ডেটা অফার করা হবে।
  • ৩৩ টাকার প্ল্যান: ২৯ টাকার এই ডেটা অ্যাড-অন প্ল্যানের দাম বাড়িয়ে ৩৩ টাকা করে দেওয়া হয়েছে। এটি ১ দিনের জন্য ২ জিবি অতিরিক্ত ডেটা ব্যবহারের সুবিধা দেয়।
  • ৭৭ টাকার প্ল্যান: এয়ারটেলের এই ডেটা প্যাকের আগে দাম ছিল ৬৫ টাকা, যা এখন বেড়ে ৭৭ টাকা হয়ে গেছে। এটি বেস প্ল্যানের বৈধতাসীমা পর্যন্ত ব্যবহার করা যাবে। এর সাথে ৪ জিবি অতিরিক্ত ডেটার অ্যাক্সেস মিলবে।

Airtel এর নতুন পোস্টপেড প্ল্যান

  • ৪৪৯ টাকার প্ল্যান: এই প্ল্যানটি রোলওভার সহ ৪০ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিনের ১০০টি এসএমএস এবং এক্সস্ট্রিম (Xstream) প্রিমিয়াম অ্যাপের সাবস্ক্রিপশন অফার করে৷
  • ৫৪৯ টাকার প্ল্যান: এতে রোলওভার সহ ৭৫ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক ১০০টি এসএমএস করার সুবিধা পাওয়া যাবে। আবার অতিরিক্ত বেনিফিট হিসাবে - এক্সস্ট্রিম প্রিমিয়াম অ্যাপ, ১২ মাসের জন্য ডিজনি+হটস্টার (Disney+Hotstar) অ্যাপ এবং ৬ মাসের জন্য অ্যামাজন প্রাইম (Amazon Prime) অ্যাপের সাবস্ক্রিপশন৷
  • ৬৯৯ টাকার প্ল্যান: এই প্ল্যানটি বিশেষভাবে পরিবারের জন্য নিয়ে আসা হয়েছে। এতে রোলওভার সহ ১০৫ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক ১০০টি এসএমএস -এর সুবিধা পাওয়া যাবে। আবার এক্সস্ট্রিম প্রিমিয়াম, ১২ মাসের জন্য ডিজনি+হটস্টার, ৬ মাসের জন্য অ্যামাজন প্রাইম, এবং ২টি ডিভাইস কানেকশনের সাপোর্ট সহ উইঙ্ক (Wynk) প্রিমিয়াম অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশনও পাওয়া যাবে৷
  • ৯৯৯ টাকার প্ল্যান: বড় পরিবারের জন্য এই প্ল্যানটি উপযুক্ত। এর সাথে আপনারা রোলওভার সহ ১৯০ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং, এবং ১০০টি এসএমএস এর মতো বেসিক সুবিধা পেয়ে যাবেন। আবার অতিরিক্ত বেনিফিট হিসাবে এক্সস্ট্রিম প্রিমিয়াম, ৪টি ডিভাইস কানেকশনের সাথে অ্যামাজন প্রাইম এবং ১২ মাসের জন্য ডিজনি+হটস্টার অ্যাপের সাবস্ক্রিপশনের সুবিধা অফার করা হবে৷

বর্ধিত দামের এই প্রত্যেকটি রিচার্জ প্ল্যান Bharti Hexacom Ltd সহ সমস্ত সার্কেলে আগামী ৩রা জুলাই থেকে প্রযোজ্য হবে। আর সংস্থা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কেনা যাবে৷

Tags:    

Similar News