Airtel Recharge Plan: বার বার রিচার্জের ঝামেলা নেই, এয়ারটেল গ্রাহকরা আজই রিচার্জ করুন এই দুর্দান্ত প্ল্যান, পাবেন সব সুবিধা
Airtel Recharge Plan - এয়ারটেলের ৩,৫৯৯ টাকার প্রিপেড প্ল্যানটি। আর এখানে হাই স্পিড ইন্টারনেট ডেটা উপভোগ করা যায়। এই প্ল্যান রিচার্জ করলে আপনি সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং সহ প্রতিদিন ১০০টি এসএমএস পাবেন।
এয়ারটেল তাদের গ্রাহকদের বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। স্বল্পমেয়াদি থেকে বার্ষিক বা দৈনিক ডেটা থেকে মোট ডেটা, এয়ারটেলের পোর্টফোলিওতে সবধরনের প্ল্যান আছে। তবে এখানে আমরা এমন একটি প্ল্যান নিয়ে কথা বলবো যেখানে মোট ৭৩০ জিবি ডেটা পাওয়া যায়। এর সঙ্গে আনলিমিটেড ৫জি ডেটা এবং ওটিটি সুবিধাও দেওয়া হয়। আর সবথেকে বড় কথা হল, এয়ারটেলের এই প্ল্যান বেছে নিলে ঘন ঘন রিচার্জের ঝামেলা পোহাতে হবে না। অর্থাৎ এটি একটি দীর্ঘমেয়াদী প্ল্যান। আর এয়ারটেলের এই প্ল্যানের দাম ৩,৫৯৯ টাকা। আসুন এর সুবিধাগুলি দেখে নেওয়া যাক।
এয়ারটেলের ৩,৫৯৯ টাকার প্রিপেড প্ল্যান
যাদের বেশি মোবাইল ডেটা প্রয়োজন তাদের জন্য আদর্শ ৩,৫৯৯ টাকার এয়ারটেল প্ল্যানটি। আর এখানে হাই স্পিড ইন্টারনেট ডেটা উপভোগ করা যায়। এই প্ল্যান রিচার্জ করলে আপনি সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং সহ প্রতিদিন ১০০টি এসএমএস পাবেন। এছাড়া দৈনিক ২ জিবি ডেটা দেওয়া হয়। আর যেহেতু ৩,৫৯৯ প্ল্যানের বৈধতা ৩৬৫ দিন, তাই গ্রাহকরা মোট ৭৩০ জিবি ডেটা ব্যবহার করতে পারে। এটা ৪জি ডেটা।
আনলিমিটেড ৫জি ডেটা অফার করা হয়
৭৩০ জিবি ৪জি ডেটা ছাড়াও ৩,৫৯৯ টাকার এয়ারটেল রিচার্জ প্ল্যানে আনলিমিটেড ৫জি ডেটা দেওয়া হয়। গ্রাহকরা যেকোনো জায়গা থেকে রিচার্জ করলেই এই সুবিধা পাবেন। শুধু এর জন্য নিজেদের এলাকায় এয়ারটেলের ৫জি নেটওয়ার্ক থাকতে হবে এবং নিজের কাছে একটি ৫জি ফোন ব্যবহার করতে হবে।
ওটিটির সুবিধাও মিলবে
এয়ারটেলের ৩,৫৯৯ টাকার প্ল্যানে গ্রাহকদের ওটিটি (ওভার-দ্য-টপ) সুবিধাও দেওয়া হয়। ওটিটি সুবিধাগুলি এয়ারটেল এক্সস্ট্রিম প্লে সাবস্ক্রিপশনের সাথে পাওয়া যাবে। এয়ারটেল এক্সস্ট্রিম প্লে-র মাধ্যমে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট উপভোগ করা যাবে। ব্যবহারকারীরা এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ থেকেও এই সুবিধাটি পেতে পারেন এবং কনটেন্ট দেখতে তাদের মোবাইলে এক্সস্ট্রিম প্লে অ্যাপটি ডাউনলোড করতে পারেন।