মাত্র 329 টাকায় BSNL দিচ্ছে 1024 জিবি ডেটা সহ আনলিমিটেড কল, পাত্তা পাবে না Jio, Airtel

By :  techgup
Update: 2023-06-03 08:01 GMT

আপনি যদি কম খরচের ব্রডব্যান্ড প্ল্যান খুঁজে থাকেন, তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। সরকারি সংস্থা BSNL সস্তায় একাধিক ব্রডব্যান্ড প্ল্যান অফার করে। এদের মধ্যে একটি প্ল্যানের দাম ৩২৯ টাকা। এখানে ১টিবি ডেটা পাওয়া যায়। আর আলোচ্য এই প্ল্যানটি Jio, এবং Airtel এর একই দামের ব্রডব্যান্ড প্ল্যানের থেকে বেশি সুবিধা দেয়। চলুন জেনে নেওয়া যাক BSNL তাদের ৩২৯ টাকার প্ল্যানে কী কী বেনিফিট অফার করছে।

BSNL এর সবচেয়ে সস্তা প্ল্যান

এটি বিএসএন‌এল এর সবচেয়ে সাশ্রয়ী মূল্যের প্ল্যান। এতে ব্যবহারকারীরা ১ টিবি (১০০০ জিবি) ডেটা পাবে। এই ডেটা ২০ এমবিপিএস গতিতে ব্যবহার করা যাবে। আর যখন নির্দিষ্ট ডেটা শেষ হয়ে যায়, তখন ইন্টারনেটের গতি কমে ৪ এমবিপিএস হয়ে যায়।

এই প্ল্যানের সাথে গ্রাহকরা আরও একটি সুবিধা পাচ্ছেন। আজ্ঞে হ্যাঁ! এর সাথে ফিক্সড লাইন ভয়েস কলিং কানেকশন দেওয়া হচ্ছে। এরজন্য আপনাকে কোনও অর্থ প্রদান করতে হবে না। গ্রাহকরা প্রতিটি নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন।

Airtel-Jio এর প্ল্যানকে টেক্কা

Airtel এর সবচেয়ে সাশ্রয়ী মূল্যের প্ল্যানের দাম ৪৯৯ টাকা। এটি ৪০ এমবিপিএস ইন্টারনেট স্পিড সহ আনলিমিটেড ডেটা (৩৩০০ জিবি) সরবরাহ করে। এছাড়া আনলিমিটেড কলিংয়ের সুবিধাও দেওয়া হচ্ছে।

অন্যদিকে Jio-র কথা বললে, তাদের সাশ্রয়ী মূল্যের প্ল্যানটির মূল্য ৩৯৯ টাকা। এতে আনলিমিটেড কলিংয়ের সুবিধাও দেওয়া হচ্ছে। এছাড়াও ৩০ এমবিপিএস স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যাবে।

Tags:    

Similar News