Bharat Sanchar Nigam Limited: টাওয়ার বসানোর কাজ শেষ, এই শহরগুলিতে চালু হচ্ছে বিএসএনএল ৪জি পরিষেবা
কর্ণাটকের মাইসুরু, মান্ডা, চামারাজা নগর এবং কোডাগু জেলা জুড়ে ৫জি আপগ্রেড যোগ্য ৪জি নেটওয়ার্ক চালু করতে চলেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল। দ্য হিন্দুর একটি রিপোর্ট অনুসারে, এই কাজে বিএসএনএল-কে নেটওয়ার্ক সরবরাহ এবং ইনস্টল করার ক্ষেত্রে সহায়ক হিসেবে বিশেষ ভূমিকা পালন করেছে টাটা কনসালটেন্সি সার্ভিস লিমিটেড বা টিসিএস।
৪জি টাওয়ার বসানোর কাজ শুরু করল বিএসএনএল
উল্লেখিত এলাকাগুলিতে মোট ৬৯০টি টাওয়ার বরাদ্দ করা হয়েছে। যার মধ্যে ৩৩৭টি টাওয়ার মাইসুরু এবং চামারাজা নগরে পরিষেবা দেবে। আর ২০০টি ও ১৫৩টি টাওয়ার যথাক্রমে কোডাগু এবং মান্ডিয়ার জন্য বরাদ্দ করা হবে।
ভারত সঞ্চার নিগম লিমিটেড-এর কর্ণাটক সার্কেলের চিফ জেনারেল ম্যানেজার উজ্জ্বল গুলহানে মাইসুরুতে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, তারা ভালো পরিষেবা দিতে বদ্ধপরিকর৷ উল্লেখ্য, বিএসএনএল ভারত সরকারের একটি ৪জি স্যাচুরেশন প্রকল্প হাতে নিয়েছে, যা প্রধানমন্ত্রীর কার্যালয় দ্বারা পর্যবেক্ষণ করা হবে।
প্রসঙ্গত, এই প্রকল্পের প্রথম পর্যায়ে, মাইসুরু ব্যবসায়িক এলাকার গ্রামীণ অঞ্চলে ৭৯টি স্থান চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে মাইসুরু, চামারাজা নগর, কোডাগু এবং মান্ডা জেলার নাম রয়েছে। আর এই স্থানগুলিতে যেহেতু এখনো কোনো মোবাইল অপারেটর নেটওয়ার্ক কভারেজ পৌঁছে দেয়নি, তাই বিএসএনএল এই স্থানগুলিতে নেটওয়ার্ক পৌঁছে দেবে বলে স্থির করেছে।
জানিয়ে রাখি, কোডাগুতে ৫৫টি সাইটের মধ্যে ৩২টি আর মাইসুরু এবং চামারাজা নগরের ২৩টি সাইটের মধ্যে ১৪টি সাইটে টাওয়ার স্থাপনের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে, মান্ডিয়ায় দুটি সাইট স্থাপনের কাজ এখনো প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।