রোজ ২ জিবি ডেটা! Jio, Airtel, Vi কে বলে বলে গোল দেবে BSNL এর এই ডেটা প্ল্যান
সস্তায় টেলিকম পরিষেবা উপভোগের কথা উঠলে প্রথমেই আমাদের রাষ্ট্রায়ত্ত ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএলের (BSNL) কথা মনে পড়ে। দেশের সর্বত্র 4G কানেক্টিভিটি প্রদানে সমর্থ না হলেও সস্তায় পরিষেবা পৌঁছে দিতে BSNL বরাবরই Jio, Airtel, Vi -এর মতো প্রাইভেট টেলকোদের থেকে এগিয়ে। গ্রাহকেরাও এবিষয়ে সম্পূর্ণ ওয়াকিবহাল। যদিও নেটওয়ার্কের বেহাল দশার কারণে তারা BSNL -এর প্ল্যান বেছে নেওয়া থেকে বিরত থাকেন। তবে শুরুতেই জানিয়ে রাখি, বিএসএনএল নেটওয়ার্কের হালহকিকত তুলে ধরার উদ্দেশ্যে আমাদের এই প্রতিবেদন নয়। সেসব কথা তুলে রেখে এখানে আমরা বাজারে উপস্থিত সবচেয়ে সাশ্রয়ী ডেটা ভাউচারের কথা এখানে বলবো। অন্যান্য সমস্ত সস্তা প্ল্যানের মতো বাজারের সবচেয়ে সাশ্রয়ী ডেটা ভাউচারটিও BSNL -ই অফার করে। আসুন এবিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
বাজারের 'সবচেয়ে সস্তা' 4G ডেটা ভাউচার
আজ্ঞে হ্যাঁ, বিএসএনএলের আলোচ্য ডেটা ভাউচারটি 4G হাই-স্পিড ডেটা সরবরাহের কথা ভেবেই বাজারে আনা হয়েছে। অবশ্য 4G ব্যবস্থার অনুপস্থিতিতে ইউজারেরা 3G কভারেজে এই ভাউচারটির ফায়দা তুলতে পারবেন। রাষ্ট্রায়ত্ত টেলকো কর্তৃক বাজারে আনীত এই ডেটা ভাউচারের রিচার্জমূল্য, ১৫১৫ টাকা। এটি ৩৬৫ দিন অর্থাৎ সম্পূর্ণ এক বছরের ভ্যালিডিটি সহ এসেছে।
১৫১৫ টাকায় এক বছরের ভ্যালিডিটি সহ আগত BSNL Data_1515 ভাউচার বেছে নেওয়ার সুবিধা
৩৬৫ দিনের পরিষেবা মেয়াদ সহ উপস্থিত আলোচ্য ভাউচার রিচার্জের ফলে দৈনিক হিসেবে ডেটা খরচের সুবিধা মিলবে। এটি ইউজারকে মোট ৭৩০ জিবি (GB) ডেটা বেনিফিট প্রদান করবে, যা নিঃসন্দেহে খুবই লাভজনক। এক্ষেত্রে গ্রাহকেরা প্রতিদিন ২ জিবি ডেটা খরচের ছাড়পত্র পেয়ে যাবেন।
সত্যি বলতে দৈনিক ২ জিবি ডেটা একজন সাধারণ গ্রাহকের দৈনন্দিন প্রয়োজন মিটিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। যদিও জেনে রাখা ভালো, এফইউপি (FUP) ডেটা সীমা অতিক্রমের পরেও ১৫১৫ টাকার আলোচ্য ভাউচার রিচার্জকারীরা ইন্টারনেট ব্যবহার চালিয়ে যেতে পারবেন। তবে সেক্ষেত্রে পরিষেবার স্পিড ৪০ কেবিপিএসে (Kbps) নেমে আসবে।
এছাড়া গ্রাহকেরা চাইলে মাত্র ১৩ টাকার বিনিময়ে বিএসএনএলের দৈনিক ডেটা ভাউচার রিচার্জ করতে পারেন। এটি ১ দিনের ভ্যালিডিটি সহ এসেছে। ১৩ টাকা খরচের পরিবর্তে এই প্ল্যানটি বেছে নিলে গ্রাহকেরা মোট ২ জিবি ডেটা খরচের সুযোগ লাভ করবেন। প্রাইভেট টেলিকম অপারেটরদের তুলনায় বিএসএনএলের এই প্ল্যানটিও অপেক্ষাকৃত সস্তা।