4G চালু করতে উঠেপড়ে লেগেছে BSNL, কাজ শেষ 1500-টিরও বেশি 4G সাইটের
শীঘ্রই ভারতের সর্বত্র ছড়িয়ে পড়বে BSNL নেটওয়ার্ক, সম্প্রতি পূর্ব উত্তরপ্রদেশে 1500-টিরও বেশি 4G সাইট স্থাপন করলো সংস্থাটি।
সম্প্রতি BSNL জানিয়েছিল যে, তারা দেশ জুড়ে 25,000 4G সাইট স্থাপনের কাজ সম্পন্ন করেছে। সেইমতো গত 17 আগস্ট ভারত সঞ্চার নিগম লিমিটেডের ইউপি ইস্ট সার্কেলের তরফ থেকে জানানো হয়েছে যে, এই অঞ্চলে সংস্থাটি সম্প্রতি 1500 টিরও বেশি 4G সাইট তৈরি করেছে। সংস্থাটি জানিয়েছে তারা TCS-এর নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের সহায়তায় দেশীয় 4G প্রযুক্তি ব্যবহার করে এই স্থাপন কার্য সম্পন্ন করেছে। আর এভাবেই দেশের বিভিন্ন স্থানে 4G সাইট স্থাপনের মাধ্যমে BSNL দ্রুত ভারতের সর্বত্র নিজেদের নেটওয়ার্ক পৌঁছে দেবার চেষ্টা শুরু করেছে।
টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সম্প্রতি নিশ্চিত করেছেন যে, BSNL 4G নেটওয়ার্ক চালুর জন্য প্রতিদিনের একটি লক্ষ্য মাত্রা স্থির করেছে। আর, টেলিকম সচিব এবং তিনি এই লক্ষ্যমাত্রাটি ব্যক্তিগত ভাবে প্রতিনিয়ত পর্যবেক্ষণও করে থাকেন। তার বিশ্বাস সংস্থাটি 2024-এর অক্টোবর মাসে 75000 4G সাইট স্থাপনের মাইলফলকও অতিক্রম করতে সক্ষম হবে। পাশাপাশি তিনিও এও মনে করেন যে, বর্তমান আর্থিক বছর শেষ হওয়ার আগে (31 মার্চ 2025) টেলকোটি 1,00,000 4G সাইট স্থাপন করে একটি দৃষ্টান্তমূলক নজির গড়তে পারবে।
BSNL বেসরকারি টেলিকম অপারেটরদের সাথে শুল্ক বৃদ্ধিতে অংশগ্রহণ করেনি, আর তাই তারা এখনো গ্রাহকদের স্বল্প মূল্যে বিভিন্ন প্ল্যান অফার করছে। তবে, তাদের প্ল্যানগুলি সস্তা এবং সাশ্রয়ী হলেও উন্নত নেটওয়ার্ক না থাকায় ব্যবহারকারীরা কিছুটা হলেও হতাশ করেছে। তবে, মনে করা হচ্ছে দেশজুড়ে এই রাষ্ট্রীয় টেলিকম অপারেটরটির 4G নেটওয়ার্ক স্থাপনা আগামী দিনে সাধারণ মানুষের জন্য উপকারী হয়ে উঠতে পারে।
এদিকে জানিয়ে রাখি 4G নেটওয়ার্ক প্রচার করার জন্য এবং নিজেদের সাথে নতুন গ্রাহক যোগ করার জন্য BSNL তাদের প্রতিটি গ্রাহককে বিনামূল্যে 4G সিম কার্ড অফার করছে। সংস্থার মতে তারা একবার দেশজুড়ে 4G নেটওয়ার্ক চালু করতে পারলেই 2025 সালে বাণিজ্যিক ভাবে 5G-ও লঞ্চ করে দেবে।