BSNL 4G Network: বিএসএনএল সিমে ইন্টারনেট স্পিড কম? ফাস্ট নেট পেতে বদলান ফোনের এই সেটিংস

BSNL Internet Speed - বিএসএনএল ৪জি নেটওয়ার্কের মাধ্যমে দ্রুত ইন্টারনট স্পিড পাওয়ার জন্য গ্রাহকদের সিম আপগ্রেড করার পাশাপাশি ৫জি স্মার্টফোন ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

Update: 2024-10-26 07:40 GMT

স্রোতের বিপরীতে হেঁটে গ্রাহকদের মন জয় করতে সমর্থ হয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল (BSNL)। বেসরকারি টেলিকম সংস্থাগুলি রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পর গ্রাহকরা সস্তা প্ল্যানের খোঁজে বিএসএনএল কে বেছে নিচ্ছে। এমনকি নতুন গ্রাহকদের আশ্বস্ত করে সরকার মালিকানাধীন টেলিকম সংস্থাটি নিশ্চিত করেছে যে, তারা রিচার্জ প্ল্যানের দাম একই রাখবে। অর্থাৎ জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়ার মতো বিএসএনএল এর প্ল্যানের দাম বাড়ছে না।

এছাড়া বিএসএনএল সারা দেশে দ্রুত ৪জি নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছে। ইতিমধ্যেই ৩৯,০০০ ৪জি সাইট তারা ডেভেলপ করে ফেলেছে। আগামী বছরের মধ্যে এই সংখ্যা ১,০০,০০০ পৌঁছে দিতে চাইছে তারা। শুধু তাই নয়, দেশের কয়েকটি সার্কেল বিএসএনএল পরীক্ষামূলক ভাবে ৪জি পরিষেবা চালু করেছে। পশ্চিমবঙ্গের হাওড়াতে এখন সংস্থার ৪জি নেটওয়ার্ক উপলব্ধ। তবে এখানেও গ্রাহকরা খুব বেশি ইন্টারনেট স্পিড পাচ্ছেন না বলে জানিয়েছেন।

আমাদের মতে বিএসএনএল ৪জি (BSNL 4G) নেটওয়ার্ক ব্যবহার করেও ধীর গতির ইন্টারনেট পাওয়ার অন্যতম কারণ সঠিক স্পেকট্রাম না পাওয়া। আসলে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন বিএসএনএল এর জন্য ৭০০ মেগাহার্টজ ও ২১০০ মেগাহার্টজ স্পেকট্রাম নির্ধারণ করেছে। এরমধ্যে ২১০০ মেগাহার্টজ স্পেকট্রাম বিস্তৃত ও উন্নত নেটওয়ার্ক কানেক্টিভিটি প্রদান করতে পারে না। অপরদিকে ৭০০ মেগাহার্টজ শক্তিশালী হলেও এই স্পেকট্রাম বিএসএনএল ৫জি-র জন্য ব্যবহার হবে। যদিও সংস্থাটি চেষ্টা করছে ৪জি নেটওয়ার্কেও এটি ব্যবহার করতে।

এমত পরিস্থিতিতে বিএসএনএল ৪জি নেটওয়ার্কের মাধ্যমে দ্রুত ইন্টারনট স্পিড পাওয়ার জন্য গ্রাহকদের সিম আপগ্রেড করার পাশাপাশি ৫জি স্মার্টফোন ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু ৫জি টেকনোলজির জন্য ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যবহার হয় তাই ভালো স্পিড পাওয়া যাবে বলে আশা করা যায়। এর পাশাপাশি স্মার্টফোনের সেটিংস বদলেও আপনি বিএসএনএল ৪জি নেটওয়ার্ক ব্যবহার করে ফাস্ট ইন্টারনেট স্পিড পেতে পারেন। কারণ সেটিংসের কারণেও ইন্টারনেট স্পিড স্লো হয়।

বিএসএনএল ৪জি নেটওয়ার্কের মাধ্যমে ফাস্ট ইন্টারনেট স্পিড কীভাবে পাবেন

১) বিএসএনএল ৪জি নেটওয়ার্কের মাধ্যমে দ্রুত গতির ইন্টারনেট পেতে প্রথমে স্মার্টফোনের সেটিংস অপশনে যান।

২) 'নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট' সেকশনে যান।

৩) এবার 'সিম কার্ড' বিকল্প বেছে নিন।

৪) এবার ডুয়েল সিমের মধ্যে বিএসএনএল সিম বেছে নিন।

৫) এবার নেটওয়ার্ক অপশন থেকে ৫জি/৪জি/এলটিই কানেক্টিভিটি অপশন বেছে নিন।

Tags:    

Similar News