বিনামূল্যে মোবাইলে দেখুন টিভি চ্যানেল, BSNL চালু করল ইন্ট্রানেট টিভি BiTV পরিষেবা
ওটিপ্লের সাথে হাত মিলিয়ে BSNL ইন্ট্রানেট টিভি (BiTV) পরিষেবার মাধ্যমে পুদুচেরির মোবাইল ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে প্রিমিয়াম চ্যানেল সহ 300 টিরও বেশি লাইভ টিভি চ্যানেল নিয়ে এসেছে।
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তিনটি পরিষেবা ঘোষণা করেছে। এই পরিষেবার মাধ্যমে লক্ষ লক্ষ ভারতীয়রা এন্টারটেইনমেন্টে ডুবে থাকবে। পাশাপাশি গ্রাহকরা দুর্দান্ত কানেক্টিভিটি পাবে। আপাতত পুদুচেরিতে এই পরিষেবাগুলি চালু করা হয়েছে। BSNL বলেছে যে, নতুন পরিষেবার মাধ্যমে গ্রাহকরা ডিজিটাল ইন্ডিয়ার অংশ হয়ে উঠবে। আসুন সংস্থাটি কি কি পরিষেবা এনেছে দেখে নেওয়া যাক।
মোবাইলে Intranet TV (BiTV)
ওটিপ্লের সাথে হাত মিলিয়ে বিএসএনএল ইন্ট্রানেট টিভি (বিআইটিভি) পরিষেবার মাধ্যমে পুদুচেরির মোবাইল ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে প্রিমিয়াম চ্যানেল সহ 300 টিরও বেশি লাইভ টিভি চ্যানেল নিয়ে এসেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, পুদুচেরির সমস্ত বিএসএনএল মোবাইল ব্যবহারকারীদের জন্য ডিজিটাল কনটেন্ট সহজলভ্য করাই এই পরিষেবার লক্ষ্য। জানুয়ারিতে পরীক্ষামূলক ভাবে এই পরিষেবা চালু করা হবে।
কেন BiTV বেছে নেবেন?
বিএসএনএল বলেছে যে বিআইটিভি বেছে নেওয়ার অনেকগুলি কারণ রয়েছে:
1. আনলিমিটেড এন্টারটেইনমেন্ট: লাইভ টিভি ছাড়াও মুভি, ওয়েব সিরিজ ও ডকুমেন্টারি একাধিক ভাষায় বিনামূল্যে দেখা যাবে।
2. নিরবচ্ছিন্ন স্ট্রিমিং: বিএসএনএলের সেফ মোবাইল ইন্ট্রানেট-চালিত বিটিভি দুর্দান্ত ভিডিও মানের সাথে নিরবচ্ছিন্ন স্ট্রিমিং পরিষেবা দেবে।
3. পরিষেবা সম্প্রসারণ: পুদুচেরির পরে, বিটিভি 2025 সালের জানুয়ারিতে উত্তর প্রদেশ, বিহার এবং ঝাড়খন্ডে চালু হবে এবং শীঘ্রই সারা দেশে এটি উপলব্ধ হবে।
মানাদিপট্টু গ্রামে BSNL দিচ্ছে ন্যাশনাল ওয়াইফাই রোমিং সুবিধা
বিএসএনএল 2024 সালের অক্টোবরে সারা দেশে অভিনব বিএসএনএল ওয়াইফাই রোমিং সুবিধা চালু করেছিল। মানাদিপট্টু ভারতের দ্বিতীয় গ্রাম হয়ে উঠেছে যেখানে সমস্ত অঞ্চলে এই পরিষেবা পাওয়া যাবে।
এই পরিষেবা ওয়াইফাই হটস্পট নেটওয়ার্কের মাধ্যমে বিএসএনএল এবং নন-বিএসএনএল উভয় গ্রাহকদের যুক্ত করে। ফলে বিএসএনএল এবং নন-বিএসএনএল উভয় গ্রাহক দুর্দান্ত ইন্টারনেট অ্যাক্সেস উপভোগ করতে পারবেন। তবে পরিষেবা চালু করতে গ্রাহকদের সম্মতি দিতে হবে।