BSNL Satellite Technology: সিম কার্ড ছাড়াই অডিয়ো-ভিডিয়ো কলিং, দুর্দান্ত পরিষেবা আনছে বিএসএনএল

BSNL Satellite Technology - এই প্রযুক্তি বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক স্যাটেলাইট কমিউনিকেশন সংস্থা ভিয়াশতের সঙ্গে হাত মিলিয়েছে বিএসএনএল।

Update: 2024-11-06 06:15 GMT

BSNL Satellite Technology

ফোনে সিম কার্ড না থাকলেও করতে পারবেন অডিয়ো-ভিডিয়ো কলিং। নতুন প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে বিএসএনএল। এটি হল ডিরেক্ট টু ডিভাইস বা D2D প্রযুক্তি। যার মাধ্যমে সেলুলার (এক্ষেত্রে সিম কার্ড) কানেকশন না থাকলেও অডিয়ো-ভিডিয়ো কলিং করা যাবে। এমনকী প্রত্যন্ত অঞ্চল যেখানে টাওয়ার পাওয়া যায় না সেখানেও নির্বিঘ্ন পরিষেবা পাওয়া যাবে।

এই প্রযুক্তি বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক স্যাটেলাইট কমিউনিকেশন সংস্থা ভিয়াশতের সঙ্গে হাত মিলিয়েছে বিএসএনএল। টেলিকম সংস্থার দাবি, শীঘ্রই এই পরিষেবা চালু করা হবে সাধারণ মানুষের জন্য। ভিয়াশতের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবহারকারীর লোকেশন যাই হোক না কেন যোগাযোগের জন্য নির্ভরযোগ্য কানেকশন পাওয়া যাবে। সময়ের সঙ্গে প্রযুক্তিটির যত অগ্রগতি হবে ততই নেটওয়ার্ক কভারেজ বাড়বে বলে দাবি সংস্থার।

জানা গিয়েছে, ডিরেক্ট টু ডিভাইস প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোন, স্মার্টওয়াচ এবং গাড়ি সরাসরি স্যাটেলাইট নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করা যাবে। এখানে মোবাইল টাওয়ার বা কেবিল কানেকশনের প্রয়োজন পড়বে না। ঠিক স্যাটেলাইট ফোনের মতো যেসব মোবাইলে আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম রয়েছে সেখানে কাজ করবে এই প্রযুক্তি।

ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস চলাকালীন এই প্রযুক্তিটি পরীক্ষা করে দেখেছে বিএসএনএল। ট্রায়ালের সময় বাণিজ্যিক ফোনে সফল ভাবে এসওএস এবং টু-ওয়ে টেক্সটিং পরীক্ষা করেছে বিএসএনএল এবং ভিয়াশত। পরীক্ষাটি করা হয়েছে ৩৬ হাজার কিলোমিটার দূরে অবস্থিত স্যাটেলাইট এবং পৃথিবীতে অবস্থিত একটি বাণিজ্যিক ফোন ব্যবহার করে।

আপনার ফোনে যদি সিম কার্ড বা সেলুলার নেটওয়ার্ক না থাকে তাহলেও অডিয়ো-ভিডিয়ো কলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। ডিজিটাল যুগে এমন প্রযুক্তি চালু হলে প্রচুর মানুষের সুবিধা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ প্রত্যন্ত অঞ্চলে এখনও অনেকেই নেটওয়ার্ক পরিষেবা থেকে বিচ্ছিন্ন রয়েছেন। তাছাড়া বিপর্যয় বা প্রাকৃতিক দুর্যোগের মতো পরিস্থিতি এলে লোকেদের উদ্ধার করতে সাহায্য করবে এই প্রযুক্তি।

Tags:    

Similar News