BSNL এর কাছে ধরাশায়ী জিও, এয়ারটেল, সস্তা প্ল্যানে 13 মাস নিশ্চিন্তে ডেটা, কলিং পরিষেবা
BSNL 2399 টাকার প্ল্যানে 395 দিনের জন্য যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যাবে।
সরকারি টেলিকম সংস্থা BSNL গ্রাহক বাড়ার সাথে সাথে নতুন অফার নিয়ে আসছে। জিও, এয়ারটেল এবং ভিআইয়ের তুলনায় বিএসএনএলের গ্রাহক কম থাকলেও সংস্থাটি সস্তা প্ল্যান এনে বেসরকারি সংস্থাগুলির চিন্তা বাড়িয়েছে। এখন আবার BSNL এমন একটি প্ল্যান এনেছে যা কোটি কোটি মোবাইল ব্যবহারকারীর মন জিততে বাধ্য।
12 মাসের পরিবর্তে 13 মাসের প্ল্যান লঞ্চ করল BSNL
বিএসএনএলের লম্বা ভ্যালিডিটির নতুন প্ল্যান জিও, এয়ারটেল এবং ভিআইয়ের ঘুম উড়িয়েছে। বিএসএনএল পোর্টফোলিওতে এমন একটি প্ল্যান যোগ হয়েছে যা এক বছর নয়, 13 মাস ভ্যালিডিটি প্রদান করে। এতদিন যেখানে টেলিকম সংস্থাগুলি 365 দিনের প্ল্যান অফার করছিল, সেই পরিস্থিতিতে বিএসএনএল একটি প্ল্যান নিয়ে এসেছে যা 395 দিন চলবে।
আমরা যে বিএসএনএল রিচার্জ প্ল্যানের কথা বলছি তার দাম 2,399 টাকা। এই প্ল্যান একবার রিচার্জ করলে এক বছরেরও বেশি সময় ধরে নিশ্চিন্তে থাকা যাবে। অর্থাৎ আপনি যদি বারবার রিচার্জের ঝামেলা থেকে মুক্ত থাকতে চান, তাহলে এই প্ল্যানটি আপনার জন্য সেরা বিকল্প।
BSNL 2399 টাকার প্ল্যানে 395 দিনের জন্য যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যাবে। আপনি যদি এই প্ল্যানের প্রতিদিনের খরচ হিসাব করেন, তাহলে প্রায় 6 টাকায় দুর্দান্ত পরিষেবা পাওয়া যাবে।
বিএসএনএল প্ল্যানে অফুরন্ত ইন্টারনেট ডেটা
ফ্রি কলিংয়ের পাশাপাশি, বিএসএনএল এর এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 100 টি ফ্রি এসএমএস পাবে। এরসাথে প্রতিদিন 2 জিবি ইন্টারনেট ডেটা উপভোগ করা যাবে। অর্থাৎ 395 দিনে মোট 790 জিবি ডেটা ব্যবহার করা যাবে। এখানে আপনি আনলিমিটেড ডেটা পাবেন কিন্তু ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে দাঁড়াবে 40 কেবিপিএসে।