অবশেষে এই জায়গায় 4G চালু করতে চলেছে BSNL, জেনে নিন দিনক্ষণ ও নতুন আপডেট

Update: 2023-06-23 10:22 GMT

বিগত কয়েক সপ্তাহ ধরেই আমরা শুনছি যে, BSNL অর্থাৎ Bharat Sanchar Nigam Limited অবশেষে দেশে 4G নেটওয়ার্ক চালু করার শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটির অগ্রগতি প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রকও ইতিমধ্যে নানা ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। কিন্তু এত কিছু সত্ত্বেও (পড়ুন এই 5G-র বাজারে) গ্রাহকরা কবে BSNL 4G উপভোগ করতে পারবেন, সেই বিষয়ে কোনো স্পষ্ট দিনক্ষণ জানা যায়নি। এমতাবস্থায় সাম্প্রতিক আপডেট থেকে অনুমান করা হচ্ছে যে, সরকারি কোম্পানি BSNL চলতি বছরের শেষ নাগাদ পাটনায় তার 4G মোবাইল পরিষেবা চালু করবে।

দ্য হিন্দুস্তান টাইমস (HT)-এর রিপোর্ট অনুযায়ী, পাটনা টেলিকম জেলার প্রিন্সিপাল জেনারেল ম্যানেজার অরবিন্দ প্রসাদ হালফিলে এমনই ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন যে, এরই মধ্যে টাটা কনসাল্টেন্সি সার্ভিস (Tata Consultancy Services) বা টিসিএস (TCS)-কে অত্যাধুনিক 4G মোবাইল ইকুইপমেন্ট কেনার জন্য অগ্রিম অর্ডার দেওয়া হয়েছে, যেখানে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে সরঞ্জামগুলির ইনস্টলেশন হবে বলে আশা করা যায়৷ উল্লেখ্য, একবার ৪জি চালু হলে ওই একই হার্ডওয়্যারের মাধ্যমে 5G নেটওয়ার্ক আপগ্রেড করবে বিএসএনএল; এক্ষেত্রে শুধু সফ্টওয়্যার পরিবর্তন করা হবে।

বিহারে 4G চালু করতে বদ্ধপরিকর BSNL

বর্তমানে বিহারের মাত্র ১৬টি ছোট শহরে ৪জি নেটওয়ার্কের আংশিক কভারেজ মেলে। তবে, ইকুইপমেন্টের ব্যবস্থা এবং প্রয়োজনীয় সব কাজ সেরে, এই বছরের শেষ বা আগামী বছরের প্রথম প্রান্তিকের মধ্যে রাজ্যের সমস্ত জেলাকে হাই-স্পিড ৪জি নেটওয়ার্কের আওতায় আনতে চাইছে বিএসএনএল। এক্ষেত্রে সংস্থাটি গোটা বিহার জুড়ে প্রায় ৩,৬২০টি ৪জি টাওয়ার ইনস্টল করবে, যার মধ্যে প্রায় ৯০০টি শুধুমাত্র পাটনাতেই কাজ করবে।

এই প্রসঙ্গে বলে রাখি, বর্তমানে বিহার (ঝাড়খণ্ড) এলাকায় বিএসএনএলের প্রায় ৫৭.৭৫ লক্ষ মোবাইল গ্রাহক রয়েছে। এক্ষেত্রে ভারতী এয়ারটেল (Bharti Airtel), রিলায়েন্স জিও (Reliance Jio) এবং ভোডাফোন আইডিয়া (Vodafone Idea)-র মতো প্রধান টেলিকম কোম্পানিগুলি বিএসএনএলের থেকে অনেক এগিয়ে রয়েছে, তবে ৪জি নিয়ে জবরদস্ত্ পরিবর্তন আনলে সংস্থাটির এই অবস্থারও বদল আসতে পারে।

BSNL 4G চালু হতে লাগবে আরও সময়?

এর আগে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী বলেছিলেন যে, চলতি ২০২৩ সালেই বিএসএনএল ৫জি পরিষেবা চালু হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, প্রচুর আলোচনা হলেও সংস্থার বহু প্রতীক্ষিত ৪জি পরিষেবা আঙুলের ডগায় পেতে আরও সময় লাগবে। যদিও ৪জির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনার ক্ষেত্রে ঘটা বিলম্বকেই এই প্রসঙ্গে দায়ী করা হচ্ছে!

Tags:    

Similar News