ব্রেকিং: জানুয়ারিতেই 4G পরিষেবা চালু করছে BSNL, আগস্টে লঞ্চ হবে 5G
দীর্ঘদিন ধরে গ্রাহকদেরকে সস্তায় একাধিক রিচার্জ প্ল্যান অফার করলেও BSNL-এর পরিষেবা নিয়ে কিন্তু ইউজারদের মনে বরাবরই একটা অসন্তোষ থেকে গিয়েছে। প্রতিদ্বন্দ্বী বেসরকারি সংস্থাগুলি যখন দেশে 5G আনছে, তখন 4G-র মুখই এখনও দেখতে পায়নি রাষ্ট্রায়ত্ত কোম্পানিটির ব্যবহারকারীরা। যদিও এই প্রসঙ্গে বলে রাখি, সরকারি সংস্থাটি কিন্তু 4G সার্ভিস অফার করে, তবে এখনও তাদের পরিষেবা সারা দেশে উপলব্ধ নয়। সেক্ষেত্রে সম্প্রতি এক রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, আর খুব বেশিদিন বেসরকারি কোম্পানিগুলির তুলনায় BSNL-কে পিছিয়ে থাকতে হবে না, কারণ সংস্থাটি খুব শীঘ্রই তাদের 4G সার্ভিস চালু করতে চলেছে।
২০২৩ সালের জানুয়ারিতে দেশে 4G সার্ভিস নিয়ে আসছে BSNL
রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারিতে সারা ভারত জুড়ে ৪জি সার্ভিস রোলআউট করতে চলেছে বিএসএনএল। এই প্রসঙ্গে বলে রাখি, ২০২০ সালে ৪জি পরিষেবা চালুর টার্গেট নিয়েছিল সরকারি মালিকানাধীন কোম্পানিটি, কিন্তু করোনাকালে টেন্ডার বাতিল হয়ে যাওয়ায় অধরাই থেকে যায় এই পরিকল্পনা। এরপরে চলতি বছরের আগস্ট থেকে সারা দেশে ধাপে ধাপে ৪জি সার্ভিস চালু হওয়ার আশ্বাস দিয়েছিলেন সংস্থার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পি কে পুরওয়ার (P K Purwar), কিন্তু শেষমেশ এই প্ল্যানও পুরোপুরি ভেস্তে যায়। সেক্ষেত্রে এবার সত্যি সত্যিই আগামী জানুয়ারি থেকে বিএসএনএল গ্রাহকরা ৪জি সার্ভিস ব্যবহার করতে সক্ষম হবেন কি না, সেটা একমাত্র সময়ই বলতে পারবে।
আগামী বছরের আগস্টে ভারতে আসতে পারে BSNL-এর 5G সার্ভিস
দ্য ইকোনমিক টাইমস (The Economic Times)-কে দেওয়া এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় যোগাযোগ, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) বলেছেন যে, ২০২৩ সালের জানুয়ারির মধ্যে বিএসএনএলের ৪জি নেটওয়ার্ক সারা দেশে চালু হওয়ার সম্ভাবনা প্রবল। শুধু তাই নয়, সেইসাথে তিনি আরও জানিয়েছেন যে, সরকারি সংস্থাটি আগামী বছরের ১৫ আগস্ট ভারতে তাদের নিজস্ব ৫জি সার্ভিস চালু করবে। এবং এই লক্ষ্যকে বাস্তবায়িত করার জন্য রাষ্ট্রায়ত্ত সংস্থাটি ইতিমধ্যেই জোরকদমে কাজ করা শুরু করে দিয়েছে। তাই বেসরকারি টেলিকম কোম্পানিগুলির তুলনায় বিএসএনএল আর খুব বেশিদিন পিছিয়ে থাকবে না বলেই ধরে নেওয়া যেতে পারে।
ইউজারদেরকে উন্নত মানের নেট পরিষেবা প্রদান করতে TCS-এর সাথে হাত মিলিয়েছে BSNL
প্রসঙ্গত জানিয়ে রাখি, BSNL ভারতে তাদের 4G এবং 5G নেটওয়ার্ক স্থাপনের জন্য টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)-এর সাথে হাত মিলিয়েছে। সরকারি টেলিকম কোম্পানিটির জন্য মূল 4G প্রযুক্তি এবং রেডিও ইক্যুইপমেন্ট ডেভেলপ করার লক্ষ্যে TCS, ভারত সরকারের টেলিকম টেকনোলজি ডেভেলপার, সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিম্যাটিক্স (C-DoT)-এর সাথে কাজ করছে।