Budget 2024: শুল্ক বাড়ানো হল ৫ শতাংশ, ফের দাম বাড়তে পারে টেলিকম পরিষেবার
সীতারামন বলেন, "দেশীয় উৎপাদনকে উৎসাহিত করার জন্য, আমি পিসিবিএ (প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি) এর বিসিডি অর্থাৎ বেসিক কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব দিচ্ছি। "
গতকাল ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেশীয় উৎপাদন বাড়াতে বাজেটে অনেক বড় ঘোষণা করা হয়েছে। এই বাজেট থেকে স্পষ্ট হয়ে গেছে যে সরকার মেড ইন ইন্ডিয়া উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। বাজেটে মোবাইল যন্ত্রাংশ, চার্জার ইত্যাদির ঙপর আমদানি শুল্ক কমিয়ে ১৫ শতাংশে আনা হয়েছে। তবে টেলিকম যন্ত্রাংশের রফতানি শুল্ক ৫ শতাংশ বাড়ানো হয়েছে। এমন পরিস্থিতিতে টেলিকম সম্পর্কিত পরিষেবার মূল্য বৃদ্ধি পেতে পারে।
বাজেটে অর্থমন্ত্রী বলেছে, দেশীয় টেলিকম শিল্পের উন্নয়নে মাদারবোর্ড অর্থাৎ প্রিন্টেড সার্কিট বোর্ডের আমদানি শুল্ক ৫ শতাংশ বাড়ানো হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, "দেশীয় উৎপাদনকে উৎসাহিত করার জন্য, আমি পিসিবিএ (প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি) এর বিসিডি অর্থাৎ বেসিক কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব দিচ্ছি। "
এরফলে অনেকে মনে করছেন রিচার্জ প্ল্যানের মূল্য ফের বাড়ানো হতে পারে। উল্লেখ্য, জুলাই মাসের শুরুতে জিও থেকে এয়ারটেল, সমস্ত টেলিকম অপারেটর তাদের প্ল্যান ট্যারিফ বাড়িয়েছে। ফলে এক্ষুনি ফের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধির সম্ভাবনা হয়তো নেই।
এদিকে অর্থমন্ত্রী লিথিয়াম, তামা, কোবাল্ট এর মতো ২৫টি খনিজ যা পারমাণবিক শক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, মহাকাশ, প্রতিরক্ষা, টেলিকম এবং হাই-টেক ইলেকট্রনিক্সের মতো খাতের জন্য গুরুত্বপূর্ণ সেগুলিকে সম্পূর্ণরূপে ছাড় দেওয়ার প্রস্তাব করেছেন। এগুলির উপর কাস্টমস ডিউটিও আরোপ করা হবে।