eSIM: শুধু iPhone নয়, এবার থেকে Android-এও মিলবে ই-সিম সাপোর্ট, জানাল Google

Update: 2023-03-02 03:30 GMT

আজ অর্থাৎ ২রা মার্চ শেষ হবে MWC (মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস) 2023 ইভেন্ট, তবে তার আগেই অ্যান্ড্রয়েড (Android) স্মার্টফোন ইউজারদের জন্য একটি বড় ঘোষণা করল Google। আসলে এখনও পর্যন্ত শুধুমাত্র iPhone ইউজাররাই eSIM ব্যবহারের সুবিধা পান। তবে অতিসম্প্রতি টেক জায়ান্ট সংস্থাটি জানিয়েছে যে, এই বছরের শেষ নাগাদ অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও eSIM সাপোর্ট মিলবে। এতে করে টেলিকম পরিষেবার ধরণে ব্যাপক পরিবর্তন আসবে।

শিগগিরই Android Smartphone-এ মিলবে eSIM সাপোর্ট

জানুয়ারীতে অর্থাৎ চলতি বছরের গোড়ার দিকেই শোনা গিয়েছিল যে, টেক জায়ান্ট সংস্থাটি অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য নতুন ই-সিম ট্রান্সফার ফিচার আনবে। কিন্তু ওই সময় কোম্পানি ঠিক কী ভাবছে বা কবে ফিচারটি রোলআউট হবে সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে গুগলের সাম্প্রতিক ব্লগ পোস্ট অনুযায়ী, এই ই-সিম ট্রান্সফার ফিচারটি এই বছরের শেষ নাগাদ চালু হবে – যেমনটা শুরুতেই বলেছি। এক্ষেত্রে প্রথমে টেলিকম কোম্পানি ডয়চে (Deutsche) এই সুবিধা শুরু করবে৷ পরবর্তীতে, অন্যান্য টেলিকম সংস্থাগুলিও এই ই-সিম ট্রান্সফার ফিচারটিকে সমর্থন করতে সক্ষম হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, ই-সিম ফিচারটি জিএসএমএ (GSMA)-এর গ্লোবাল স্ট্যান্ডার্ডের উপর নির্মিত এবং এর সাহায্যে একটি নতুন ফোনে মোবাইল প্ল্যান বা সিম প্রোফাইল ট্রান্সফার করার জন্য ফিজিক্যাল সিম পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। মানে মোবাইল গ্রাহকদের যদি দুই বা ততোধিক নম্বর থাকে, তাহলে তারা এই সিমের সাহায্যে একটি ফোনে আলাদা আলাদা প্রোফাইল তৈরি করে সেগুলি ব্যবহার করতে পারবেন।

Google এনেছে এই ফিচারগুলি

গুগল ইতিমধ্যেই তার পার্টনার ব্র্যান্ড যেমন স্যামসাং (Samsung), ওয়ানপ্লাস (OnePlus), ওপ্পো (Oppo) এবং শাওমি (Xiaomi)-র সাথে হাত মিলিয়ে কিছু নতুন ফিচার ঘোষণা করেছে। যেমন সংস্থাটি জানিয়েছে যে, ডিজিটাল কার কী (Digital Key) ফিচারটি লেটেস্ট Xiaomi 13 এবং Xiaomi 13 Pro ফোনে উপলব্ধ হবে। অন্যদিকে Oppo Find N2 Flip এবং OnePlus 11 ফোনে 'নিয়ারবাই ফিচার' (Nearby Share) অপশন অন্তর্ভুক্ত হয়েছে। এদিকে গুগল, স্মার্টওয়াচগুলির জন্য সিঙ্গেল ট্যাপে নোট তৈরি করার ফিচার উপলব্ধ করবে বলেও ঘোষণা করেছে।

Tags:    

Similar News