শীঘ্রই বন্ধ হয়ে যাবে এই টেলিকম কোম্পানি, আবার ভারতে রাজ চলবে BSNL-এর?
প্রাইভেট টেলিকম কোম্পানিগুলির দাপটে BSNL-এর মতো সরকারি সংস্থা বিগত এক দশক ধরে অনেকটাই পিছিয়ে পড়েছে। বারবার এই রাষ্ট্রায়ত্ত টেলকোগুলির ব্যবসায়িক সংগ্রামের কথা আমাদের সামনে আসছে। তবে BSNL-এর থেকেও অনেকগুণ খারাপ অবস্থায় থাকা MTNL-কে নিয়ে এবার কেন্দ্র সরকার বড় সিদ্ধান্ত নিতে চলেছে বলে মনে হচ্ছে। আসলে বিগত তিন-চার বছর ধরে সরকার, MTNL বা Mahanagar Telephone Nigam Limited-এর ব্যবসায়িক লোকসান তথা ফিনান্সিয়াল চ্যালেঞ্জের মোকাবিলা করতে সংস্থাটির সমস্ত কার্যক্রম এবং কর্মীদের BSNL মানে Bharat Sanchar Nigam Limited কোম্পানিতে স্থানান্তরিত করার কথা ভাবছিল। অর্থাৎ দুটি সংস্থাকে একীভূত করার পরিকল্পনা করছিল সরকার। কিন্তু নতুন রিপোর্ট অনুযায়ী, এখন সরকারের তরফে এই পরিকল্পনা পরিত্যাগ করা হয়েছে। বদলে আগামী কয়েকদিনের মধ্যে MTNL-কে পুরোপুরি বন্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে শোনা গিয়েছে।
শীঘ্রই বন্ধ হবে MTNL-এর পরিষেবা
Livemint-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, দুই সরকারী কর্মকর্তা নাকি এমটিএনএলকে বন্ধ করার বিষয়টিতে সিলমোহর দিয়েছেন। তাঁদের মতে, এই কোম্পানিটি ক্রমাগত লোকসানের মুখে পড়ছে এবং তার ওপর প্রায় ৪০,০০০ কোটি টাকার ঋণের বোঝা চেপে রয়েছে। এমতাবস্থায় এমটিএনএলকে বিএসএনএলের সাথে সংযুক্ত করলে আর্থিক সমস্যা আরও বাড়তে পারে এবং উভয় কোম্পানির পুনরুজ্জীবনের সম্ভাবনা বাধাগ্রস্ত হতে পারে। তাই সংস্থাটিকে বন্ধ করার সিদ্ধান্তই চূড়ান্ত হবে। তবে এক্ষেত্রে এমটিএনএলের বদলে যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে বিএসএনএল। প্রসঙ্গত উল্লেখ্য, বিএসএনএল ইতিমধ্যেই দিল্লি এবং মুম্বাইতে এই নিয়ে কাজ শুরু করেছে।
ব্যবসায় ধুঁকছে MTNL, তবে BSNL কিঞ্চিৎ লাভের মুখে
সরকারী সাহায্য পাওয়া সত্ত্বেও বিগত কয়েক বছরে নিজের অবস্থা ফেরাতে পারেনি এমটিএনএল। ২০২২-২৩ অর্থবর্ষে সংস্থার লোকসান বেড়ে দাঁড়ায় ২,৯১০ টাকায় – আর যেখানে আয় মাত্র ৮৬১ কোটি টাকা, সেখানে তাদের খরচ ৪,৩৮৪ কোটি টাকা বেড়েছে বলে জানা গেছে৷ স্পষ্টতই বোঝা যাচ্ছে যে, ৫জি লঞ্চের এই আনন্দদায়ক পরিস্থিতিতেও এমটিএনএল জর্জরিত হয়ে পড়েছে। তার সংগ্রাম, নানাবিধ পদক্ষেপ কার্যকরী হয়নি।
অন্যদিকে একই অর্থবর্ষ থেকে বিএসএনএলের অবস্থা উন্নতির দিকে পৌঁছেছে। এই টেলিকম সংস্থাটি ২০২৪ সালের মধ্যে ৫জি পরিষেবা চালু করার পরিকল্পনা করছে এবং তাদের আয় ২০,৭০০ কোটি টাকা হয়েছে – এমনটাই বলছে রিপোর্ট। সেক্ষেত্রে এমটিএনএলের কার্যক্রম পরিচালনা করতে গিয়ে একসময়ের 'হিরো' বিএসএনএল আরও লাভ করতে পারে কিনা, সেটাই এখন দেখার…